জেনে রাখুন কয়েকটি ভয়ানক দ্বীপের নাম
নাসিফ শুভ : রাইজিংবিডি ডট কম
Published:07 Mar 2016 12:01:52 AM Monday || Updated:07 Mar 2016 12:07:24 AM Monday

কোরিগিডর আইল্যান্ড, ফিলিপাইনঃ
ফিলিপাইনের ম্যানিলা উপসাগরে অবস্থিত কোরিগিডর আইল্যান্ড। বিভিন্ন সময় বিভিন্ন ঔপনিবেশিকদের দখলে ছিল এই দ্বীপটি। ১৫৭০ থেকে ১৮৯৮ সাল পর্যন্ত কোরিগিডর আইল্যান্ড স্পেনীয়দের কব্জায় ছিল। পরবর্তীকালে স্পেনীয় সেনাদের যুদ্ধে পরাজিত করে আমেরিকা দ্বীপটি দখলে নিয়ে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দ্বীপ মার্কিন সেনাদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিতি লাভ করে। জাপানি সেনারা ১৯৪১ সালে মার্কিন সেনাদের পরাস্ত করে করিগিডর আইল্যান্ড নিজেদের দখলে করে নেয়। ঠিক চার বছর পর জাপানিদের পরাস্ত করে পুনঃরায় দ্বীপটিকে নিজেদের করে নেয় মার্কিন সেনারা। মার্কিন সেনাদের আক্রমণে কোণঠাসা হয়ে তিন হাজারেরও বেশী জাপানি সেনা আত্মহত্যা করে। যা পৃথিবীর ইতিহাসে বিরল একটি ঘটনা হিসেবে স্বীকৃত।
এরপর থেকেই অনেকে এই দ্বীপটিকে অপয়া হিসেবে আখ্যা দিয়ে থাকেন।
আইলা দ্যা লা মিউনিক্যাস, মেক্সিকোঃ
মেক্সিকোর আইলা দ্যা লা মিউনিক্যাস দ্বীপটি পুতুলের দ্বীপ নামেও পরিচিত। ভ্রমণ প্রেমিক ডন জুলিয়ান সান্টানা বারেরা ১৯৫০ সালে এই দ্বীপে বেড়াতে আসেন। এই দ্বীপে এসে তিনি খেয়াল করলেন এই দ্বীপে তিনি একা নন। এখানে তিনি নিজে ছাড়াও একটি বচ্চা মেয়ের উপস্থিতি টের পেয়েছিলেন। মাঝে মধ্যেই তিনি বাচ্চা মেয়েটির কান্নার আওয়াজ শুনতে পেতেন। পরে ডন জানতে পারেন এই দ্বীপে একটি বাচ্চা মেয়ে ডুবে মারা গিয়েছিল।
মেয়েটির অতৃপ্ত আত্মাকে তুষ্ট করতে ডন সেখানে পুতুল নিয়ে আসেন। পরবর্তীতে দেখা যায় পুতুলগুলো ভূতুরে শক্তিতে ভরে উঠেছে। ২০০১ এই দ্বীপে ডনের মৃতদেহ পাওয়া যায়। ঠিক যেখানে ঐ বাচ্চা মেয়েটির মৃতদেহ পাওয়া গেছিল।
নরফোক আইল্যান্ড, অস্ট্রেলিয়াঃ
অস্ট্রেলিয়ার প্রশান্ত মহাসাগরে নরফোক আইল্যান্ড অবস্থিত। ব্রিটিশ শাসনামলে কুখ্যাত অপরাধীদের ধরে এনে বন্দিকরে এই দ্বীপে ছেড়ে দেয়া হত। এই দ্বীপে বেশ কয়েকটি গণকবরের সন্ধান পাওয়া যায়। নরফোক আইল্যান্ড ভূতুরে দ্বীপ নামেই বেশী পরিচিত।
রাইজিংবিডি/ঢাকা/৭ মার্চ ২০১৬/শুভ/মিথি
No comments:
Post a Comment