২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের জয় জয়কার
আমিনুল : রাইজিংবিডি ডট কম
Published:04 Apr 2016 05:40:47 PM Monday || Updated:04 Apr 2016 05:45:59 PM Monday
ওয়েস্ট ইন্ডিজ পুরুষ ও নারী ক্রিকেট দল
আমিনুল ইসলাম :
এমন ঘটনা ক্রিকেট ইতিহাসে এর আগে ঘটেনি। একই বছরে বিশ্ব ক্রিকেটের অভিভাবক
আইসিসি আয়োজিত তিন-তিনিট মেগা ইভেন্টের শিরোপা একটি দেশ জিতে নিয়েছে।
এবার তেমনই এক ব্যতিক্রম দৃষ্টান্তের জন্ম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ বছর তারা আইসিসি আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৬ ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৬ জিতে নিয়েছে। ক্রিকেট ইতিহাসে এর আগে কোনো দল আইসিসির মেজর তিনটি টুর্নামেন্টের শিরোপা জেতেনি।
ওয়েস্ট ইন্ডিজের শিরোপা জয়ের যাত্রাটা শুরু হয় গেল ফেব্রুয়ারিতে। বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজের যুবারা। ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফাইনালে তারা শক্তিশালী ভারতের যুবাদের ৫ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে।
এরপর ৩ মার্চ বিকেলে তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলকে উড়িয়ে দিয়ে স্বপ্নের প্রথম শিরোপা জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেট দল। এবারই তারা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে। আর প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত করে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ প্রভাব বিস্তার করে শিরোপা জিতে নেয় তারা। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ১৪৯ রানের টার্গেট ছুড়ে দেয়। যেখানে পুরুষ দলের পক্ষেই ১৪৯ রান তাড়া করে জেতাটা কঠিন হয়ে যায় সেখানে এই রানকে মামুলি ব্যাপার বানিয়ে ফেলে ক্যারিবিয়ান মেয়েরা। উদ্বোধনী জুটিতে ম্যাথুস ও টেলর মিলে ১৫.৪ ওভারে ১২০ রান তুলে জয় নিশ্চিত করে ফেলে। তারা মাত্র ২ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখে শিরোপা জয় নিশ্চিত করে।
একই দিনে পুরুষ দল ইংল্যান্ডকে শেষ ওভারে গুড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে। শেষ ওভারে প্রয়োজনীয় ১৯ রান বার্থওয়েট চার বলে চার ছক্কা হাঁকিয়ে তুলে নেন। পাশাপাশি নিশ্চিত করেন শিরোপা জয়।
এবার তেমনই এক ব্যতিক্রম দৃষ্টান্তের জন্ম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ বছর তারা আইসিসি আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৬ ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৬ জিতে নিয়েছে। ক্রিকেট ইতিহাসে এর আগে কোনো দল আইসিসির মেজর তিনটি টুর্নামেন্টের শিরোপা জেতেনি।
ওয়েস্ট ইন্ডিজের শিরোপা জয়ের যাত্রাটা শুরু হয় গেল ফেব্রুয়ারিতে। বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজের যুবারা। ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফাইনালে তারা শক্তিশালী ভারতের যুবাদের ৫ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে।
এরপর ৩ মার্চ বিকেলে তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলকে উড়িয়ে দিয়ে স্বপ্নের প্রথম শিরোপা জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেট দল। এবারই তারা প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠে। আর প্রথমবার ফাইনালে উঠেই বাজিমাত করে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ প্রভাব বিস্তার করে শিরোপা জিতে নেয় তারা। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ১৪৯ রানের টার্গেট ছুড়ে দেয়। যেখানে পুরুষ দলের পক্ষেই ১৪৯ রান তাড়া করে জেতাটা কঠিন হয়ে যায় সেখানে এই রানকে মামুলি ব্যাপার বানিয়ে ফেলে ক্যারিবিয়ান মেয়েরা। উদ্বোধনী জুটিতে ম্যাথুস ও টেলর মিলে ১৫.৪ ওভারে ১২০ রান তুলে জয় নিশ্চিত করে ফেলে। তারা মাত্র ২ উইকেট হারিয়ে ৩ বল হাতে রেখে শিরোপা জয় নিশ্চিত করে।
একই দিনে পুরুষ দল ইংল্যান্ডকে শেষ ওভারে গুড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে। শেষ ওভারে প্রয়োজনীয় ১৯ রান বার্থওয়েট চার বলে চার ছক্কা হাঁকিয়ে তুলে নেন। পাশাপাশি নিশ্চিত করেন শিরোপা জয়।
যুব বিশ্বকাপের শিরোপা হাতে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দল
অথচ এই ওয়েস্ট ইন্ডিজ দলকে খুব কম মানুষই শিরোপা জয়ের ক্ষেত্রে ফেভারিট ধরেছিল। ধরবে কেন? বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের চুক্তি নিয়ে ঝামেলা। খেলোয়াড়দের নিষিদ্ধ করাসহ নানারকম সমস্যায় জর্জরিত ওয়েস্ট ইন্ডিজ দল। তার উপর টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল নিয়মিত অধিনায়ক জ্যাসন হোল্ডারের। কিন্তু বিশ্বকাপের আগে তাকে সরিয়ে অধিনায়ক করা হয় ড্যারেন স্যামিকে। তিনি দলকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতান। কিন্তু ওয়ানডে অধিনায়ক জ্যাসন হোল্ডার টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও বিশ্বকাপে একটি ম্যাচেও তাকে খেলানো হয়নি। এটাও বড় রকম একটি সিদ্ধান্ত ছিল টিম ম্যানেজমেন্টের।
তারপরও ইংল্যান্ডকে শেষ ওভারে যেভাবে গুড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ সেটা এক কথায় অবিশ্বাস্য! শুধু এটা কেন? ২০১৬ সালটাই তো তাদের জন্য অবিশ্বাস্য! তাই নয় কী?
অথচ এই ওয়েস্ট ইন্ডিজ দলকে খুব কম মানুষই শিরোপা জয়ের ক্ষেত্রে ফেভারিট ধরেছিল। ধরবে কেন? বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের চুক্তি নিয়ে ঝামেলা। খেলোয়াড়দের নিষিদ্ধ করাসহ নানারকম সমস্যায় জর্জরিত ওয়েস্ট ইন্ডিজ দল। তার উপর টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়ার কথা ছিল নিয়মিত অধিনায়ক জ্যাসন হোল্ডারের। কিন্তু বিশ্বকাপের আগে তাকে সরিয়ে অধিনায়ক করা হয় ড্যারেন স্যামিকে। তিনি দলকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতান। কিন্তু ওয়ানডে অধিনায়ক জ্যাসন হোল্ডার টি-টোয়েন্টি স্কোয়াডে থাকলেও বিশ্বকাপে একটি ম্যাচেও তাকে খেলানো হয়নি। এটাও বড় রকম একটি সিদ্ধান্ত ছিল টিম ম্যানেজমেন্টের।
তারপরও ইংল্যান্ডকে শেষ ওভারে যেভাবে গুড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ সেটা এক কথায় অবিশ্বাস্য! শুধু এটা কেন? ২০১৬ সালটাই তো তাদের জন্য অবিশ্বাস্য! তাই নয় কী?
রাইজিংবিডি/ঢাকা/৪ এপ্রিল ২০১৬/আমিনুল
No comments:
Post a Comment