শুধরে নিন অবাক করা কিছু ভুল অভ্যাস
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:26 Apr 2016 09:34:55 AM Tuesday || Updated:26 Apr 2016 10:27:18 AM Tuesday
জানলে হয়তো অবাক হবেন যে, আমাদের প্রতিদিনের তালিকায় এমন অনেক কিছুই রয়েছে যা আমরা আসলে ভুলভাবে করে চলেছি।
জেনে নিন কিছু সঠিক কৌশল, যেগুলো হয়তো এখন পর্যন্ত অনেকেই জীবনের পুরোটা সময় ধরে ভুলভাবেই করে চলেছেন।
অনেকেই আপেল সাইড দিয়ে খাওয়া শুরু করেন। কিন্তু সঠিক নিয়ম হচ্ছে, আপেল নীচ থেকে শুরু করে ওপর পর্যন্ত খেয়ে শেষ করা।
রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment