সাবধান, ফেসবুকে ভাইরাস ভিডিও!
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:11 Apr 2016 11:19:31 AM Monday || Updated:11 Apr 2016 11:26:10 AM Monday
হ্যাকাররা ভাইরাসযুক্ত একটি ভিডিও লিংক ইনবক্সে মেসেজ হিসেবে পাঠাচ্ছে। ফেসবুকে আপনার যেই ফটো রয়েছে সেই ফটোটি ভাইরাসযুক্ত ভিডিওতে প্রদর্শিত করা হয় এবং তার নীচে লেখা থাকে My First Video।
আপনি সেটি দেখতে ক্লিক করলেই, আপনার ফেসবুক অ্যাকাউন্টে এন্ট্রি পেয়ে যাবে ভাইরাসটি। আর আপনার অ্যাকাউন্টে এই ভাইরাসের প্রবেশ মানেই, অ্যাকাউন্টের তথ্য পাচার হওয়ার সম্ভাবনা।
শুধু তাই নয়, My First Video ভিডিও ভাইরাসের লিংকটিতে ক্লিক করা মাত্রই আপনার ফ্রেন্ডলিস্টে থাকা সব বন্ধুরা এই ভিডিও ভাইরাসটিতে ট্যাগ হয়ে যাবে এবং তাদের ইনবক্সে আপনার মাধ্যমে তা মেসেজ হিসেবে পৌঁছে যাবে।
সুতরাং My First Video লিংকটিতে ক্লিক করা থেকে বিরত থাকুন।
রাইজিংবিডি/ঢাকা/১১ এপ্রিল ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment