Sunday, 17 April 2016

Cancer vs breast feeding

বাবাকে বাঁচাতে নিজের দুগ্ধ পান করাচ্ছেন মেয়ে

সাইফ : রাইজিংবিডি ডট কম
Published:16 Apr 2016   05:49:26 PM   Saturday   ||   Updated:16 Apr 2016   07:51:10 PM   Saturday
বাবাকে বাঁচাতে নিজের দুগ্ধ পান করাচ্ছেন মেয়ে
ডেস্ক রিপোর্ট : মানুষের বাঁচার আকুতি চিরন্তন। বেঁচে থাকার জন্য মানুষ কতো কিছুই না করে। তাই বলে নিজের মেয়ের স্তন্যদুগ্ধ পান! অসম্ভব বলেই মনে হতে পারে আপনার কাছে। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করেছেন আর্থার এস্টামুড।

আর্থার এস্টামুডের বয়স ষাটের ওপর। ২০১৩ সালে তার বোন ম্যারো ক্যান্সার ধরা পড়ে। সেই থেকে তার ক্যান্সারের সঙ্গে লড়াই। এর মধ্যেই হঠাৎ একদিন চিকিৎসকরা বলেন, তার প্রস্টেটেও ক্যান্সার ছড়িয়ে পড়েছে। ফলে দিনে দিনে শারীরিক অবস্থা আরও খারাপ হয় আর্থারের।

আর্থার যখন আর লড়াই করার মানসিক শক্তি পাচ্ছিলেন না ঠিক তখনই তার পাশে দাঁড়ায় মেয়ে হেলেন। ক্যান্সার আক্রান্ত বাবাকে বাঁচাতে সাহসী সিদ্ধান্ত নেয় হেলেন।

সে বাবাকে তার স্তন্যদুগ্ধ পান করানোর সিদ্ধান্ত নেয়। এর উদ্দেশ্য যাতে বাবার রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা বাড়ে। কেননা হেলেন যখন মা হন তখন তিনি দেখেছেন স্তন্যদুগ্ধ কতটা কার্যকর। এর জীবনী শক্তি সত্যি অবাক করার মতো। চিকিৎসকরাও এর পক্ষে।  সুতরাং তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন।  এতে আর্থার প্রথমে গড়িমসি করলেও পরে জীবনের কথা ভেবে মেয়ের সিন্ধান্ত মেনে নেন।

হেলেনের বয়স ৪০ বছর। দুটি সন্তানও রয়েছে তার। এর মধ্যে এক সন্তান ক্যাসিয়াসের বয়স ১ বছর। হেলেন বলেন, স্তন্যদুগ্ধ পান করার কারণেই এক বছর ধরে সুস্থ আছেন বাবা।

আর আর্থার এস্টামুডের বক্তব্য- সুস্থ আছি।



রাইজিংবিডি/ঢাকা/১৬ এপ্রিল ২০১৬/সাইফ

No comments:

Post a Comment