Thursday, 7 April 2016

Planet strom

মঙ্গলে দেখা মিলল ধুলি দানবের (ভিডিও)

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:07 Apr 2016   01:19:00 PM   Thursday   ||   Updated:07 Apr 2016   01:28:13 PM   Thursday
মঙ্গলে দেখা মিলল ধুলি দানবের (ভিডিও)
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : ডাস্ট ডেভিল অর্থাৎ ধুলি দানব। হঠাৎ করেই ধুলার ঘুর্ণি  উড়ে আসে এবং সবকিছু তছনছ করে নিমিষেই হারিয়ে যায়। যখন ধেয়ে আসতে থাকে, তখন বাতাসের গতিবেগও বেড়ে যায়।

বিশ্বের বিভিন্ন দেশেই কম-বেশি এর অস্তিত্ব আছে। তবে সবচেয়ে বেশি দেখা যায় আমেরিকা, অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে।

সম্প্রতি মঙ্গল গ্রহেও ডাস্ট ডেভিলের ছবি ধরা পড়েছে গ্রহটিতে থাকা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মঙ্গল যান ‘অপরচুনিটি রোভার’-এর ক্যামেরায়। গ্রহটির ম্যারাথন উপত্যকার দক্ষিণ প্রান্ত থেকে ধুলার দানবের ছবি তুলেছে মহাকাশ যানটি।

মঙ্গল গ্রহে এই ঘুর্ণায়মান ভীতিকর ঝড়ের অস্তিত্ব বিজ্ঞানীরা আগেই পেয়েছিলেন, তবে প্রথমবারের মতো এবার ছবি তুলতে সক্ষম হয়েছেন।

মঙ্গলের ঘুর্ণি পৃথিবীর ঘূর্ণির চেয়ে আলাদা। পৃথিবীতে ডাস্ট ডেভিল সাধারণত ৫০ সেন্টিমিটার চওড়া ও ২ মিটার লম্বা থেকে ১০ মিটার চওড়া ও ১০০০ মিটার উচ্চতার হয়ে থাকে। কিন্তু মঙ্গলগ্রহে ডাস্ট ডেভিল পৃথিবীর তুলনায় ৫০ গুণ বেশি চওড়া ও ১০ গুণ বেশি উচ্চতার হয়ে থাকে। যা খুবই বিপদজনক।

 http://www.risingbd.com/%E0%A6%AE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%B2-%E0%A6%A7%E0%A7%82%E0%A6%B2%E0%A6%BF-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0/155264


রাইজিংবিডি/ঢাকা/৭ এপ্রিল ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment