২০১৭ সালে আইপিইউ অ্যাসেম্বলি অনুষ্ঠিত হবে ঢাকায়
নিয়াজ : রাইজিংবিডি ডট কম
Published:30 Apr 2016 03:04:59 PM Saturday
শনিবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের পক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এবং আইপিইউর পক্ষে সংস্থাটির মহাসচিব মার্টিন চুংগুং শুক্রবার লন্ডনের হাউজ অব লর্ডসে এই এমওইউ স্বাক্ষর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জাননো হয়, আইপিইউ অ্যসেম্বলিতে বিশ্বের ১৬৮টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ সদস্য ও কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, বাংলাদেশ ১৯৭২ সালে আইপিইউর সদস্য পদ লাভ করে। বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য সাবের হোসেন চৌধুরী আইপিইউর বর্তমান প্রেসিডেন্ট।
রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৬/নিয়াজ/ইভা
No comments:
Post a Comment