Saturday, 23 April 2016

Look Titanic ship sink


Walton BD 5% Discount

ভিডিওতে দেখুন ডুবে যাচ্ছে টাইটানিক

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:23 Apr 2016   04:01:59 PM   Saturday   ||   Updated:23 Apr 2016   07:52:49 PM   Saturday
ভিডিওতে দেখুন ডুবে যাচ্ছে টাইটানিক
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : সে সময়ের বিশ্বের সবচেয়ে বড় জাহাজ, বিস্ময়কর জাহাজ এমনকি ‘অপয়া’ জাহাজও বলা যেতে পারে টাইটানিককে। এ নিয়ে দুনিয়াজুড়ে অনেক গল্পও চালু রয়েছে। যদিও জাহাজটি ডুবে যাওয়ার ঘটনা ১৪০ বছর পেরিয়ে গেছে। তবুও সেই ভয়াবহ ঘটনা এখনো মুছে যায়নি মানুষের মন থেকে।

কীভাবে ডুবে গিয়েছিল টাইটানিক? তখন কেমন দৃশ্যের অবতারণা হয়েছিল- এখন আর তা হুবহু জানার সুযোগ নেই। তবে ধারণা করে নিতে দোষ নেই। আমরা সিনেমাতেও এ দৃশ্য দেখেছি। পাঠক, নিশ্চয়ই আপনার মনে পড়ছে, ১৯৯৭ সালে কেট উইন্সলেট ও লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত টাইটানিক সিনেমাটির কথা। সেখানেও জাহাজটির ডুবে যাওয়ার দৃশ্য ছিল।

এবার রিয়েল টাইম অ্যানিমেশনেও তৈরি করা হয়েছে জাহাজটির ডুবে যাওয়ার দৃশ্য। আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে, তাহলে ২ ঘণ্টা ৪০ মিনিটের অ্যানিমেটেড এই ভিডিও দেখে নিতে পারেন। টাইটানিকে কখন বিশেষ কী ঘটছে, তা ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে।


ভিডিওটির একটি হতাশাজনক দিক হচ্ছে, সেখানে যাত্রী দেখানো হয়নি। অথচ টাইটানিক ডুবে যাওয়ার চূড়ান্ত মুহূর্তটায় সেখানে দেড় হাজার যাত্রী ছিল।

গেম নির্মাতা প্রতিষ্ঠান ভিনটেজ ডিজিটাল টাইটানিক অনার অ্যান্ড গ্লোরি নামক নতুন একটি ভিডিও গেম তৈরি শুরু করেছে। সেই গেমের প্রচারণার জন্যই টাইটানিকের অ্যানিমেশন ভিডিওটি তৈরি করা হয়েছে।
 http://www.risingbd.com/%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%A1%E0%A7%81%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AE-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93/157567


রাইজিংবিডি/ঢাকা/২৩ এপ্রিল ২০১৬/ফিরোজ/তারা

No comments:

Post a Comment