নতুন সুবিধায় হোয়াটসঅ্যাপ
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:06 Apr 2016 04:40:53 PM Wednesday
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এটা যেমন সবচেয়ে বড় সুসংবাদ, অন্যদিকে তেমনি হ্যাকারদের পাশাপাশি সরকারি গোয়েন্দা নজরদারির জন্য এটা বড় ধরনের দুঃসংবাদ।
কেননা হোয়াটসঅ্যাপের মেসেজ এবার থেকে পড়তে পারবেন শুধু প্রাপক আর প্রেরক।
হোয়াটসঅ্যাপে শতভাগ এনক্রিপশন প্রযুক্তির ব্যবহার শুরু হওয়ায় আপনার পাঠানো কোনো মেসেজ শুধুমাত্র আপনি ও যে ব্যক্তি বা গ্রুপকে আপনি মেসেজ পাঠাচ্ছেন, সে বা তারাই পড়তে পারবে। মাঝে সার্ভার থেকে কেউ সেই মেসেজ পড়তে পারবে না। এটা এমনই এক নিরাপত্তা ব্যবস্থা যে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও ব্যবহারকারীর পাঠানো বার্তা দেখতে পাবে না।
সাইবার অপরাধী, সরকার এমনটি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও ব্যবহারকারীদের পাঠানো বার্তা দেখতে পাবে না বলে, হোয়াটসঅ্যাপ এখন সম্পূর্ণ সুরক্ষিত বলে জানিয়েছেন হোয়াটসঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা জ্যান কুম ও ব্র্যায়ান অ্যাকটন।
রাইজিংবিডি/ঢাকা/৬ এপ্রিল ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment