Sunday, 17 April 2016

Server mistake

ভুলবশত নিজেই ধ্বংস করলেন নিজের প্রতিষ্ঠান!

মনিরুর হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:17 Apr 2016   08:15:39 AM   Sunday   ||   Updated:17 Apr 2016   08:47:24 AM   Sunday
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মনিরুর হক ফিরোজ : কম্পিউটার সার্ভারে ভুল করে বিশেষ একটি কোড টাইপ করেছিলেন যুক্তরাজ্যের একটি ওয়েবহোস্টিং প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী মার্কো মারসালা। কিন্তু এই ভুলেই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে তার ব্যবসা প্রতিষ্ঠান।

তার এই ভুলের দরুন তার নিজের প্রতিষ্ঠানের ওয়েবসাইটের পাশাপাশি তার ১ হাজার ৫৩৫ জন গ্রাহককের ওয়েবসাইটও বন্ধ হয়ে গেছে।

এ ঘটনায় হতবিহবল মার্কো মারসালা সার্ভার বিশেষজ্ঞদের অনলাইন ফোরাম ‘সার্ভার ফল্ট’-এ জানান, তিনি সার্ভার এবং ইন্টারনেট সংযোগের একটি প্রতিষ্ঠান চালান। ১ হাজার ৫৩৫ জন গ্রাহকের ওয়েবসাইট সংরক্ষিত ছিল তার সার্ভারে। কিন্তু দুই দিন আগে ভুলবশত বিধ্বংসী ‘rm-rf’ কোড লেখার কারণে নিজের প্রতিষ্ঠানের পাশাপাশি গ্রাহকদের ওয়েবসাইটের সবকিছু মুছে দিয়েছে ওই কোড। এমনকি কম্পিউটারে কিছু একটা মুছে যাচ্ছে বলে সাবধানতা করে দেওয়ার মেসেজটিও বন্ধ করে দেয় কোডটি। ফলে তিনি সতর্কও হতে পারেনি।

মার্কো মারসালা বলেন, ‘আমি দুর্ঘটনাক্রমে সব সার্ভারে ব্যাশ স্ক্রিপ্ট চালু করে দিই। rm -rf {foo}/{bar}- লেখা হলেও এর অন্যান্য ভ্যারিয়েবল একটি বাগের কারণে বিবেচ্য হয়নি। যে ড্রাইভ নিয়ে কাজ করছিলাম তার পুরো ব্যাকআপ নিয়েছিলাম। কিন্তু কোডটি সেই ব্যাকআপ ফাইলও মুছে ফেলেছে। সবগুলো সার্ভার এবং অফসাইট ব্যাকআপ, সবই মুছে গেছে।’




ছোট একটা কোডের ভুলে তার নিজের প্রতিষ্ঠানের ওয়েবসাইটের পাশাপাশি সার্ভারে সংরক্ষিত তার সকল গ্রাহকদের ওয়েবসাইটও ধ্বংস হয়ে যাওযায়, মার্কো মারসালা এর সমাধান জানতে চান ‘সার্ভার ফল্ট’ ফোরামটিতে।

দুর্ভাগ্যবশত, ফোরামের সদস্যরাও তাকে সাহায্য করতে পারিনি এবং ২/১ জন প্রয়োজনীয় পরামর্শ দিলেও সকলেই তাকে সমবেদনা ছাড়া এক্ষেত্রে আর কিছুই করার নেই বলে আশাহত করেছেন।

ফোরামটির এক সদস্য মার্কোকে লিখেন, ‘আপনি ব্যবসার বাইরে চলে গেছেন। আপনি এখন কারিগরি পরামর্শের চেয়ে কোনো উকিলের কাছ থেকে আইনি পরামর্শ নেন।’

আরেক সদস্য লিখেন, ‘খারাপ লাগলেও এটা বলতে হচ্ছে যে, আপনার প্রতিষ্ঠান এখন মূলত মৃত। ভুলের পরে আপনার সার্ভার যদি না চালিয়ে বন্ধ করে থাকেন, তাহলে হয়তো সামান্য একটা সুযোগ থাকতে পারে কোনো ভালো ডাটা রিকভারি প্রতিষ্ঠানের মাধ্যমে ডিস্কের ডাটা উদ্ধার করার। তবে এটা যেমন ব্যয়বহুল তেমনি সময় সাপেক্ষ। পাশাপাশি ডাটা পুণরুদ্ধারের সম্ভাবনাও খুবই কম।’

উল্লেখ্য, এক লাইনের এই লিনাক্স কোডটি সাধারণত নির্দিষ্ট কোনো অংশ মুছে ফেলতে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এটা লেখার পদ্ধতি ভুল হওয়ায় কম্পিউটারের সব কিছুই মুছে দিয়েছে কোডটি।




রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment