Thursday, 14 April 2016

Emoji info

ইমোজি’র অজানা তথ্য

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:14 Apr 2016   12:39:18 PM   Thursday   ||   Updated:14 Apr 2016   01:04:58 PM   Thursday
ইমোজি’র অজানা তথ্য
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং মেসেঞ্জার ব্যবহারকারীদের কাছে বর্তমানে বেশ জনপ্রিয় ইমোজি। কেননা অনেক সময় নিজের মনের ভাব লিখে প্রকাশের চেয়ে ইমোজি দিয়ে প্রকাশ করাটা বেশ সহজ এবং মজাদারও বটে।

তাই মনের ভাব প্রকাশে কথার চেয়ে ইমোজির ব্যবহারই বেশি হচ্ছে। জেনে নিন, ইমোজি নিয়ে বেশ কিছু তথ্য।

* জাপানি শব্দ ‘ইমোডজি’ থেকে ‘ইমোজি’ শব্দটির উৎপত্তি। এর অর্থ ‘স্মাইলি’ অর্থাৎ ‘হাসিমুখ’।

* ২০১২ সাল থেকে ইমোজি জনপ্রিয়তা লাভ করে। তবে ১৯৯৯ সাল থেকেই ইমোজি’র অস্তিত্ব ছিল। ২০১২ সালে অ্যাপেল তাদের আইফোনে প্রথম ‘ইমোজি’ ব্যবহার করলে তা জনপ্রিয়তার শিখরে পৌঁছায়।

* জাপানের ডেকোমো মোবাইলের ‘আইমোড-মোবাইল ইন্টারনেট প্লাটফরম’ এর ডিজাইনার সাইগেটা কিউরিটা ১৯৯৯  সালে ইমোজি উদ্ভাবন করেন।

* ২০১৪ সাল থেকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ইমোজি’র দাপট শুরু হয়।

* সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রথম ইমোজি ব্যবহার করে টুইটার।

* ২০১৩ সালে অক্সফোর্ড ডিকশনারি ‘ইমোজি’ শব্দটিকে তাদের অভিধানে স্থান দেয়।

* আমেরিকার বাস্কেটবল প্লেয়ার মাইকেল স্কট এবং পপ তারকা মাইলি সাইরাস প্রথম ‘ইমোজি’-র ট্যাটু এঁকেছিলেন তাদের শরীরে।

* ২০১৪ সালের জুন মাসে ২৫০টি নতুন ইমোজি প্রকাশিত হয়।

* ‘হার্ট’-শেপের ইমোজি সবচেয়ে বেশি ব্যবহার হয়।

* ইমোজি নিয়ে একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি হয়েছে।

* অ্যাপ স্টোরগুলোতে রয়েছে ইমোজির জন্য আলাদা অ্যাপও। এই অ্যাপের সাহায্যে ‘ইমোজি সেলফি’ সুবিধাও পাওয়া যায়।



রাইজিংবিডি/ঢাকা/১৪ এপ্রিল ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment