Saturday, 30 April 2016

Marriage info actors/s


Walton BD 5% Discount

বিবাহিত পুরুষে মজেছেন তারা

আমিনুল ই শান্ত : রাইজিংবিডি ডট কম
Published:30 Apr 2016   02:03:52 PM   Saturday   ||   Updated:30 Apr 2016   02:16:44 PM   Saturday
ছবির কোলাজ

ছবির কোলাজ

বিনোদন ডেস্ক : প্রেম-বিচ্ছেদের হাওয়া সব সময়ই বলিপাড়ার আকাশে উড়ে। দেখা মেলে, কেউ প্রথমবার প্রেমে পড়েছে, কেউবা দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে নিষিদ্ধ প্রেমে মজেছেন।

বলিউডে অনেক অভিনেত্রী রয়েছেন যারা ভালোবেসে বিয়ে করেছেন কিন্তু বিবাহিত পুরুষদের। এবার এই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। বলিউডের যেসব অভিনেত্রীরা বিবাহিত পুরুষদের বিয়ে করেছেন এমন অভিনেত্রীদের নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।

প্রথম স্ত্রী হানি ইরানির সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী শাবানা আজমিকে বিয়ে করেন গীতিকার জাভেদ আখতার।

প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর চুপিসারেই শ্রীদেবীকে বিয়ে করেন প্রযোজক বনি কাপুর।


প্রথম স্ত্রী নউরিনের সঙ্গে ডিভোর্সের পর ১৯৯৬ সালে অজহারউদ্দিন বিয়ে করেন সঙ্গীতা বিজলানিকে। কিন্তু ২০১০ সালে ডিভোর্স হয় তাদের।


শিল্পপতি অনিল থান্ডানিকে ২০০৪ সালে বিয়ে করেন রাবিনা ট্যান্ডন। এর আগে একবার বিয়ে করেছিলেন অনিল।

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর ২০০৩ সালে বিয়ে করেন ডিভোর্সি সঞ্জয় কাপুরকে।যদিও তাদের এই বিয়ের পরিণতি মোটেও সুখকর হয়নি।


শিল্পপতি রাজ কুন্দ্রা তার প্রথম স্ত্রী কবিতাকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন অভিনেত্রী শিল্পা শেঠীকে।

প্রথম স্ত্রী পায়েলের সঙ্গে বিচ্ছেদের পর্ব সারতে না পারায় দীর্ঘদিন ঝুলে ছিল রানি-আদিত্যর বিয়ে। সব ঝামেলার অবসান ঘটিয়ে ২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রানি আদিত্য।



অমৃতা সিংহের সঙ্গে দীর্ঘ দিনের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে সাইফ আলী বিয়ে করেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে।

বিদ্যা বালানের আগে আরো দুইবার বিয়ে করেছিলেন ইউটিভি সিইও সিদ্ধার্থ রায় কাপুর।

ডেল শ্রদ্ধা জয়শঙ্করের সঙ্গে সঙ্গে ডিভোর্সের পর লারাকে বিয়ে করেন মহেশ ভূপতি।


করণ সিংকে বিয়ের করে এবার এই তালিকায় নাম লেখাচ্ছেন বিপাশা বসু।করণ এর আগেও আরো দু’বার বিয়ে করেছিলেন।


রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৬/শান্ত

No comments:

Post a Comment