Saturday, 16 December 2017

UK Prince Herry's special day on 19 may 2018

প্রিন্স হ্যারির বিয়ে ১৯ মে

শাহেদ হোসেন : রাইজিংবিডি ডট কম
     
প্রকাশ: ২০১৭-১২-১৫ ৮:০৪:১২ পিএম     ||     আপডেট: ২০১৭-১২-১৬ ১০:২৬:৫৬ এএম

আন্তর্জাতিক ডেস্ক : প্রিন্সেস ডায়ানা ও প্রিন্স চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারির সঙ্গে হলিউডের অভিনেত্রী মেগান মারকলের বিয়ে আগামী বছরের ১৯ মে অনুষ্ঠিত হবে। শুক্রবার কেনসিংটন প্রাসাদ থেকে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছর আহত সেনাসদস্যদের নিয়ে আয়োজিত হওয়া আন্তর্জাতিক টুর্নামেন্ট ইনভিক্টাস গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমবারের মতো হ্যারি-মেগানকে একসঙ্গে দেখা যায়। নভেম্বরে ৩৩ বছরের হ্যারি তার চেয়ে তিন বছরের বড় মেগানের সঙ্গে সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন।

নভেম্বরের শেষ দিকে হ্যারি ও মেগান তাদের বাগদানের বিষয়ে নিশ্চিত করেছিলেন। ওই সময় তারা জানিয়েছিলেন, তাদের বিয়ে অনুষ্ঠিত হবে সেন্ট জর্জের উইন্ডসর ক্যাসেলে।

বিবিসি জানিয়েছে, হ্যারির বিয়ের যাবতীয় খরচ জোগাবে রাজপরিবার। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে সঙ্গীত পরিবেশন, ফুল, অভ্যর্থনা সবই থাকছে এই তালিকায়।

শুক্রবার কেনসিংটন প্রাসাদ থেকে জানানো হয়েছে, এবারের ক্রিসমাসে হ্যারি ও মেগান সানড্রিংহামে রানীর সঙ্গে কাটাবেন।



রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৭/শাহেদ

No comments:

Post a Comment