ফেব্রুয়ারিতে বসছে সফটওয়্যার মেলা
মনিরুল হক ফিরোজ
: রাইজিংবিডি ডট কম
প্রকাশ: ২০১৭-১২-২৮ ৬:৫৯:১৫ পিএম || আপডেট: ২০১৭-১২-২৮ ৬:৫৯:১৫ পিএম
![]() |
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : বেসিস
সফটএক্সপো ২০১৮, ফেব্রুয়ারিতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন
কেন্দ্রে (বিআইসিসি) শুরু হতে যাচ্ছে । ২২-২৪ ফেব্র্রু্রুয়ারি, তিন
দিনব্যাপী আয়োজিত হবে দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জনপ্রিয় এই
প্রদর্শনী।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত তথ্যপ্রযুক্তির বৃহত্তম এই প্রদর্শনীতে এবার প্রায় দুইশো দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।
প্রদর্শনী এলাকাকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। রয়েছে সফটওয়্যার সেবা প্রদর্শনী জোন, উদ্ভাবনী মোবাইল সেবা জোন, ডিজিটাল কমার্স জোন, আইটিইএস ও বিপিও জোন এবং ক্লাউড কম্পিউটিং জোন। থাকবে ৩০টিরও বেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সেমিনার, যেখানে বক্তব্য রাখবেন এক শতাধিক দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ।
থাকবে দেশি-বিদেশি ব্যবসায়ীদের জন্যে বি-টু-বি ম্যাচমেকিং সেশন। যার মাধ্যমে ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার পসার খুব সহজেই করতে পারবে। পাশাপাশি থাকবে আইটি জব ফেয়ার জোন, যেখান থেকে দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কাজের সুযোগ থাকবে।
বেসিস সফটএক্সপো ২০১৮ এর আহবায়ক ও বেসিস পরিচালক সৈয়দ আলমাস কবীর বলেন, দেশের সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণে এই এক্সপোর আয়োজন করা হয়েছে। এতে প্রায় দুইশো প্রতিষ্ঠান অংশ নেবে। দেশের সফটওয়্যারের নিজস্ব চাহিদা পূরণে সক্ষমতা প্রদর্শন ও আস্থা তৈরিই এ প্রদর্শনীর লক্ষ্য।
সফটএক্সপো ২০১৮ উপলক্ষে বেসিস সদস্যদের জন্য অগ্রিম স্টল বুকিং চলছে। অগ্রিম স্টল বুকিংয়ের জন্য goo.gl/WkUfuV লিংকে ক্লিক করে ফরম পূরণ করতে হবে।
রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৭/ফিরোজ
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত তথ্যপ্রযুক্তির বৃহত্তম এই প্রদর্শনীতে এবার প্রায় দুইশো দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।
প্রদর্শনী এলাকাকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। রয়েছে সফটওয়্যার সেবা প্রদর্শনী জোন, উদ্ভাবনী মোবাইল সেবা জোন, ডিজিটাল কমার্স জোন, আইটিইএস ও বিপিও জোন এবং ক্লাউড কম্পিউটিং জোন। থাকবে ৩০টিরও বেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সেমিনার, যেখানে বক্তব্য রাখবেন এক শতাধিক দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশেষজ্ঞ।
থাকবে দেশি-বিদেশি ব্যবসায়ীদের জন্যে বি-টু-বি ম্যাচমেকিং সেশন। যার মাধ্যমে ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার পসার খুব সহজেই করতে পারবে। পাশাপাশি থাকবে আইটি জব ফেয়ার জোন, যেখান থেকে দেশি-বিদেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কাজের সুযোগ থাকবে।
বেসিস সফটএক্সপো ২০১৮ এর আহবায়ক ও বেসিস পরিচালক সৈয়দ আলমাস কবীর বলেন, দেশের সফটওয়্যার প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণে এই এক্সপোর আয়োজন করা হয়েছে। এতে প্রায় দুইশো প্রতিষ্ঠান অংশ নেবে। দেশের সফটওয়্যারের নিজস্ব চাহিদা পূরণে সক্ষমতা প্রদর্শন ও আস্থা তৈরিই এ প্রদর্শনীর লক্ষ্য।
সফটএক্সপো ২০১৮ উপলক্ষে বেসিস সদস্যদের জন্য অগ্রিম স্টল বুকিং চলছে। অগ্রিম স্টল বুকিংয়ের জন্য goo.gl/WkUfuV লিংকে ক্লিক করে ফরম পূরণ করতে হবে।
রাইজিংবিডি/ঢাকা/২৮ ডিসেম্বর ২০১৭/ফিরোজ
No comments:
Post a Comment