‘সার্ক ইউনিভার্সিটি সেন্টার অব এক্সেলেন্সে পরিণত হবে’
![]() |
নিজস্ব প্রতিবেদক : আগামী এক
দশকের মধ্যে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি (সার্ক ইউনিভার্সিটি) এ অঞ্চলের
মধ্যে উচ্চশিক্ষায় ‘সেন্টার অব এক্সেলেন্স’-এ পরিণত হবে বলে আশা প্রকাশ
করেছেন নেপাল ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. প্যারাসার প্রসাদ কৈরালা।
সোমবার নয়াদিল্লির অশোক হোটেলে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) দশম গভর্নরস বোর্ড সভায় এ আশা প্রকাশ করেন তিনি।
সভায় ড. প্যারাসার প্রসাদ কৈরালার সভাপতিত্বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানসহ সার্কভূক্ত আটটি দেশের ১৫ সদস্য ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ভবিষ্যৎ টেকসই পরিকল্পনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও আর্থিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাইজিংবিডি/ঢাকা/১৮ ডিসেম্বর ২০১৭/ইয়ামিন/রফিক
সোমবার নয়াদিল্লির অশোক হোটেলে সাউথ এশিয়ান ইউনিভার্সিটির (এসএইউ) দশম গভর্নরস বোর্ড সভায় এ আশা প্রকাশ করেন তিনি।
সভায় ড. প্যারাসার প্রসাদ কৈরালার সভাপতিত্বে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নানসহ সার্কভূক্ত আটটি দেশের ১৫ সদস্য ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ভবিষ্যৎ টেকসই পরিকল্পনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও আর্থিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
রাইজিংবিডি/ঢাকা/১৮ ডিসেম্বর ২০১৭/ইয়ামিন/রফিক
No comments:
Post a Comment