Saturday, 11 March 2017

100th cricket test of Bangladesh



বাংলাদেশের শততম টেস্টে শ্রীলঙ্কার জমকালো আয়োজন

ইয়াসিন : রাইজিংবিডি ডট কম
 
   
প্রকাশ: ২০১৭-০৩-১১ :৩৬:২২ পিএম     ||     আপডেট: ২০১৭-০৩-১১ ১০:০৩:০৩ পিএম
গল থেকে ক্রীড়া প্রতিবেদক : গত বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে হারিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের দায়িত্ব গ্রহণ করেন থিলাঙ্গা সুমাথিপালা।

বাংলাদেশের ক্রিকেটের পরমমিত্র শ্রীলঙ্কা। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পিছনে অগ্রণী ভূমিকা পালন করা সুমাথিপালার কাঁধে এখন বাংলাদেশের শততম টেস্ট আয়োজনের ভার। আজ গল টেস্টের শেষ দিনে সুমাথিপালা জানালেন, বাংলাদেশের ঐতিহাসিক টেস্টটি আয়োজনের কোনো কমতি রাখবে না শ্রীলঙ্কা ক্রিকেট। পাশপাশি তিনি জানিয়েছেন ম্যাচটি আয়োজন করতে পেরে শ্রীলঙ্কা ক্রিকেট গর্বিত। শততম টেস্ট ম্যাচটি হবে শ্রীলঙ্কার অভিষেক টেস্ট ভেন্যু পি সারায়। কী কী থাকবে সেখানে?

সুমাথিপালা বললেন, ‘আমরা বাংলাদেশের একশতম টেস্টটি আয়োজন করতে পেরে খুশি গর্বিত। এশিয়ার দেশ হিসেবে আমরা আমাদেরভাইদেরজন্য গর্বিত। ম্যাচের দিন সকালে দুই দলের বোর্ড সভাপতি এখানে অতিথী হয়ে আসবেন। অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের আমরা ম্যাচের শুরুতে মেডেল উপহার দেব। আমরা দুই দলের জন্য রাতে ডিনারের আয়োজন করছি। আমরা পাঁচ শিশুদের ম্যাচটি দেখার আমন্ত্রণ জানিয়েছি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ক্রিকেটারদের স্মারক উপহার দেওয়ার পরিকল্পনা করেছে বোর্ড। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন মঙ্গলবার শ্রীলঙ্কায় এসে পৌঁছবেন। একই সঙ্গে থাকবেন বিসিবির পরিচালকবৃন্দ।



রাইজিংবিডি/গল (শ্রীলঙ্কা)/১১ ফেব্রুয়ারি ২০১৭/ইয়াসিন/শামীম

No comments:

Post a Comment