Wednesday, 24 August 2016

paper edge really high

কাগজের অভাবনীয় শক্তি (ভিডিও)
 
 

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:24 Aug 2016   08:06:16 AM   Wednesday   ||   Updated:24 Aug 2016   12:11:58 PM   Wednesday
কাগজের অভাবনীয় শক্তি (ভিডিও)
মনিরুল হক ফিরোজ : দৈনন্দিন জীবনে কাগজের ব্যবহার থাকেই। আমাদের বই-পত্র সব কাগজের। লেখালেখিতেও কাগজের ব্যবহার বেশি। এমনকি কম্পিউটারে লিখে তা প্রিন্ট করতেও প্রয়োজন কাগজের।

তাছাড়া পলিথিন নিষিদ্ধ হওয়ায় এর বিকল্প ব্যাগ তৈরিতে কাগজের ব্যবহার ব্যাপক। এছাড়া আরো নানা ভাবেই আমাদের দৈনন্দিন জীবনযাপনে কাগজের ব্যবহার রয়েছে। 

প্রয়োজনে-প্রয়োজনে কাগজ কাটাকুটির অভিজ্ঞতাও সকলেরই থাকার কথা। কিন্তু কখনো কী কাগজ দিয়ে কিছু কেটেছেন? কাটাকাটিতে কাগজের শক্তির কথা জানা আছে? কাগজ দিয়েও যে খুব ধারালো এবং গভীরভাবে কাটা যায় তা কী জানেন?

আপনাকে যদি কেউ বলে যে, সে এমন একটি উপায় বের করেছে যার মাধ্যমে কাগজ দিয়ে কাঠ কাটা যাবে, তাহলে কী বিশ্বাস করবেন? না বিশ্বাস করলে নিচের ভিডিওটি দেখে নিন, যেখানে একটি কাঠের কারখানা কর্মী করাত-ফলকের পরিবর্তে সেখানে কাগজ ব্যবহার করে কাঠের পাতলা একটু টুকরো কাটতে সক্ষম হয়েছেন!

কাগজ দিয়ে কাঠের টুকরো কাটার এই ভিডিওটি গত ৩ দিনে ৪২ লাখেরও বেশিবার ইউটিউবে দেখা হয়েছে।

 http://www.risingbd.com/কাগজের-অভাবনীয়-শক্তি-ভিডিও/188099

ভিডিও:




রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment