পেট থেকে বের হলো ৪০টি ছুরি
রাসেল পারভেজ : রাইজিংবিডি ডট কম
Published:22 Aug 2016 10:57:19 PM Monday || Updated:23 Aug 2016 12:28:13 PM Tuesday

আন্তর্জাতিক ডেস্ক : শুনলে যে কারো গা শিউরে উঠবে। পেটের মধ্যে ৪০টি ছুরি। দুই মাস ধরে এতগুলো ছুরি গিলে ফেলেছেন তিনি। শেষ পর্যন্ত অস্ত্রোপচার করে এগুলো বের করা হয়েছে।
সুজিৎ সিং নামে দুই সন্তানের বাবার পেট থেকে ৪০টি ছুরি অপসারণের পর এ নিয়ে গণমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। অস্ত্রোপচারে অংশ নেন চিকিৎসক জতিন্দ্র মালহোত্রা। তিনি বলেছেন, তার ২০ বছরের পেশাজীবনে এমন ঘটনা কখনো দেখেননি।
চিকিৎসক জতিন্দ্র জানিয়েছেন, সুজিৎ সিংয়ের ধাতব পদার্থ খাওয়ার এক ধরনের প্রবণতা আছে। এটি মানসিক রোগ। যে কারণে দিনের পর দিন তিনি ছুরি গিলে ফেলেছেন।
ভারতের অমৃতস্বরে বাসিন্দা সুজিৎ সিং। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় তারা দেখেছেন, পাকস্থলির মধ্যের কিছু ছুরি বাঁকানো, কিছু সোজা এবং কিছু খাপওয়ালা। ছুরিগুলো বের করে এক জায়গায় জড়ো করে গণমাধ্যমের সামনে আনেন চিকিৎসকরা।
মাটি-ইট খাওয়া, দুধ খাওয়া, ধাবত পদার্থ খাওয়ার প্রবণতাজনিত মানসিক রোগে ভোগে কিছু মানুষ। যে কারণে এ ধরনের ঘটনা মাঝেমাঝে শোনা যায়। এগুলো মূলত মানসিক রোগ।
রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৬/রাসেল পারভেজ
No comments:
Post a Comment