Monday, 5 March 2018

Messi 600 goal info

৬০০ গোলের মাইলফলকে পৌঁছলেন মেসি

শামীম হোসেন পাটোয়ারি : রাইজিংবিডি ডট কম
 
  
প্রকাশ: ২০১৮-০৩-০৫ ১০:২৬:৫২ এএম     ||     আপডেট: ২০১৮-০৩-০৫ ২:৩০:০৩ পিএম
ক্রীড়া ডেস্ক: অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লিওনেল মেসির অসাধারণ এক ফ্রি কিকের গোলে জয় পেয়েছে বার্সেলোনা। আর ন্যু ক্যাম্পে এ গোলের মধ্য দিয়ে বর্ণিল ক্যারিয়ারে ৬০০ গোলের মাইলফলকে পা রেখেছেন আর্জেন্টাইন এ খুদে জাদুকর।

সাফল্যে মোড়ানো ক্যারিয়ারে ৬০০ গোলের ৫৩৯টি করেছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে। আর জাতীয় দল আর্জেন্টিনার হয়ে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী তারকার গোল সংখ্যা ৬১টি।

গতকাল রাতে ন্যু ক্যাম্পে ম্যাচের ২৫ মিনিটে বার্সাকে জয়সূচক গোলটি উপহার দেন মেসি। ২৫ গজ দূর থেকে ঐশ্বরিক বাঁ পায়ের বাকানো এক ফ্রি কিকে অ্যাটলেটিকোর জাল কাঁপান তিনি।

২৪ মিনিটে আর্জেন্টিনা তারকাকে ফাউল করায় ফ্রি কিক পেয়েছিল বার্সেলোনা। এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে ফ্রি কিকে গোল করলেন তিনি।

অ্যাটলেটিকোর বিপক্ষে ৩৬ ম্যাচে মেসির গোল এখন ২৮। লিগে এ মৌসুমে এটা মেসির ২৪তম গোল, আর সব ধরনের প্রতিযোগিতা আর্জেন্টাইন সুপারস্টারের এটি ৩২তম গোল।


রাইজিংবিডি/ঢাকা/৫ মার্চ ২০১৮/শামীম

No comments:

Post a Comment