Tuesday, 18 October 2016

cats recreation look video

আহ্ কি শান্তি (ভিডিও)

এসএন : রাইজিংবিডি ডট কম
Published:18 Oct 2016   11:33:36 AM   Tuesday   ||   Updated:18 Oct 2016   03:59:00 PM   Tuesday
আহ্ কি শান্তি (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক : বাথটাব, বালতি বা গোসলের গামলায় পানি দিয়ে তার মধ্যে শিশুদের ছেড়ে দিলে, যে দৃশ্য দেখা যায় তা অত্যন্ত সুখকর বা আনন্দময় মুহূর্ত। হাত-পা ছুড়ে শিশুদের আনন্দ করার মুহূর্ত সত্যিই ভুলিয়ে দেয় অনেক কষ্ট।

অনেকে নিজের সন্তানের মতোই লালনপালন করেন পোষা প্রাণীকে। তাই কখনো কখনো পোষা প্রাণীটিও শিশুদের মতোই আচরণ করে থাকে। কারণ শিশুদের মতোই বাড়ির সবার কাছে আদুরে সেও।

তাই তো ট্যাপ ছেড়ে ছোট ছোট পা ছড়িয়ে পুষি বিড়াল বসে আছে বাথরুমের বেসিনে। পানির প্রবাহ নির্দিষ্ট করে আয়েশ করে গোসল করছে। দেখেই বোঝা যায় কত আনন্দ পাচ্ছে সে। ঠিক যেন একটি শিশু!

Cat

কি অদ্ভুত তার চাহনি। পানিতে পা ভিজিয়ে চেটে চেটে তার স্বাদও পরখ করছে? আবার ট্যাপের নিচে মাথা দিয়ে ভিজিয়ে নিচ্ছে নিজেই। কি অনাবিল শান্তি আর সন্তুষ্টি তার দৃষ্টিতে।

Cat

সাধারণত বিড়াল পানি থেকে দূরে থাকে। অধিকাংশ বিড়ালই পানি পছন্দ করে না অথবা ভয় পায়। কিন্তু এ বিড়ালটির ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যতিক্রম। ভিডিওতে দেখুন আদুরে এই বিড়ালটির গোসলের অসাধারণ দৃশ্য।

ভিডিও লিংক :http://www.risingbd.com/%E0%A6%86%E0%A6%B9%E0%A7%8D-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93/202036


রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৬/এসএন/এএন

No comments:

Post a Comment