Friday, 1 April 2016

Nail Art

জনপ্রিয় হয়ে উঠেছে নেইল আর্ট

নেফারতিতি চৌধুরী : রাইজিংবিডি ডট কম
Published:01 Apr 2016   08:49:40 AM   Friday   ||   Updated:01 Apr 2016   09:00:29 PM   Friday
জনপ্রিয় হয়ে উঠেছে নেইল আর্ট
নেফারতিতি চৌধুরী : আজকাল মেয়েরা অনেক বেশি ফ্যাশন সচেতন। এই বিশ্বায়নের  যুগে খুব সহজেই বিভিন্ন দেশের সংস্কৃতি,  ফ্যাশন ও ট্রেন্ড দ্রুত ছড়িয়ে পড়ে সোস্যাল নেটওয়ার্ক সাইটগুলোর মাধ্যমে। তাই বলতে গেলে প্রতিনিয়ত বদলে যাচ্ছে বাংলাদেশি মেয়েদের ট্রেন্ড।

খুব বেশি দিন স্থায়ী হয় না কোন ট্রেন্ড। এখন এটা চলছে তো কিছুদিন পর নতুন একটা। শুধু যে পোশাক আষাকেই প্রতিনিয়ত নতুনত্ব আসছে, তা নয়। চুলের স্টাইল, এক্সেসরিজ সব কিছুতেই চলছে নতুন নতুন সব এক্সপেরিয়েন্স। আমাদের দেশে কিছুদিন ধরে চলছে নখের উপর নেইলপলিশের মাধ্যমে কারুকাজ করা বা নকশা করার ফ্যাশন। বিশেষ করে টিন এজ মেয়েদের মধ্যে ব্যপারটি দারুন জনপ্রিয় হয়ে উঠেছে।

অনেকে এক হাতের পাঁচ আঙুলে একই রঙের নেইলপলিশ ব্যবহার না করে ভিন্ন ভিন্ন রঙের নেইলপলিশ ব্যবহার করে থাকেন। এক সময় এটা ছিলো ছিল প্রায় অসম্ভব একটা ব্যাপার। কিন্তু এখন এটাই ফ্যাশন, নতুন ট্রেন্ড। তাছাড়া আজকাল অনেককেই দেখা যায় হাতের নখের ওপর নানা ধরণের আর্ট করতে। যা নেইল আর্ট নামে পরিচিত। বিভিন্ন রঙের নেইল পলিশ দিয়ে নখের উপর বিভিন্ন নকশা ফুটিয়ে তুলে আরো আকর্ষণীয় করে তোলা হয় হাতখানা। ফুল, লতা, পাতা, কি না আকা হচ্ছে আজকাল।

নেইল আর্ট ব্যাপারটি দুইভাবে করা হয়। কেউ কেউ নিজের নখের উপর সরাসরি বিভিন্ন নকশা করে থাকেন নেইলপলিশ দিয়ে। আবার অনেকে ফলস নেইল কিনে নিয়ে সেগুলোর উপর নকশা করে ব্যবহার করেন। মূলত: দ্বিতীয় উপায়টিই বেশি জনপ্রিয়। যে কোন উপায় অবলম্বন করা হোক না কেনো নেইল আর্ট ব্যপারটিই একটি দারুন শৈলী। তবে একটা বিষয়ের দিকে খেয়াল রাখা ভালো যে, নখের উপর ঘন ঘন নেইল আর্ট করে তা রিমোভার দিয়ে তুলে ফেললে ধীরে ধীরে নখের স্বাভাবিক রঙ এবং স্বাভাবিক অবস্থা নষ্ট হয়ে যায়। তাই ঘন ঘন নেইলপলিশ রিমোভার ব্যবহার না করে বরং নিজের শখ পুরনের জন্য ফলস নেইল ব্যবহার ও নেইল আর্ট করাই ভালো বলে সংশ্লিষ্টরা মনে করেন।

এ আর্ট করার জন্য বাজারে নেইল আর্ট কিটস বক্স পাওয়া যায়। তবে অনেকে এসব কিট ছাড়া নিজ হাতেই আর্ট করে থাকেন। বাইরের দেশে এই ব্যাপারটি অনেকদিন ধরেই খুব জনপ্রিয়। আমাদের দেশেও আজকাল নেইল আর্ট ব্যপারটি দারুন জনপ্রিয় হয়ে উঠেছে।



রাইজিংবিডি/ঢাকা/১ এপ্রিল ২০১৬/শাহনেওয়াজ

No comments:

Post a Comment