আদালতে নেওয়া হবে উড়ালসড়ক নির্মাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের
শাহেদ : রাইজিংবিডি ডট কম
Published:02 Apr 2016 11:38:15 AM Saturday || Updated:02 Apr 2016 11:42:48 AM Saturday

এদিকে উড়ালসড়কটি নির্মাণকারী প্রতিষ্ঠান আইভিআরসিএ-এর গ্রেফতারকৃত তিন কর্মকর্তাকে আজ আদালতে হাজির করা হচ্ছে। শুক্রবারই ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।
শনিবার ভেঙে পড়া উড়ালপুলের নীচে ৩৬ ঘণ্টা চাপা পড়ে থাকার পর উদ্ধার করা হয়েছে লরির খালাসির দেহ। এখনও বিপজ্জনকভাবে বিবেকানন্দ সেতুর একটা অংশ ঝুলে রয়েছে লরির ওপর। লরি সরাতে গেলে ওই অংশ ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে উড়ালসড়ক নির্মাণকারী প্রতিষ্ঠান আইভিআরসিএ-এর আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে শনিবার আটক করে জেরা করছে পুলিশ। সকাল থেকে সংস্থার বেশ কয়েকটি অফিসে তল্লাসি অভিযান চলছে। আদালত থেকে ইতিমধ্যেই আইভিআরসিএ-এর সব অফিস এবং কর্মকর্তাদের বাড়িতে তল্লাসির ওয়ারেন্ট পেয়েছে পুলিশ।
আইভিআরসিএ-এর বিরুদ্ধে গতকালই খুন ও খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। সংস্থার জ্যেষ্ঠ সহব্যবস্থাপক মল্লিকার্জুন, স্ট্রাকচারাল ম্যানেজার প্রদীপ সাহা এবং সংস্থার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিব্যজ্যোতি মজুমদারকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। শনিবার তাদের ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গে কলকাতার জোড়াসাঁকোতে নির্মাণাধীন বিবেকানন্দ ফ্লাইওভার ধসে পড়ে।
রাইজিংবিডি/ঢাকা/২ এপ্রিল ২০১৬/শাহেদ
No comments:
Post a Comment