Gaming laptop
দেশের বাজারে আসুসের নতুন গেমিং ল্যাপটপ
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:01 Feb 2016 05:30:38 PM Monday

আসুসের জিএল৭৫২ভিডাব্লিউ মডেলের এই ল্যাপটপটি গেমারদের চাহিদানুযায়ী সর্বোচ্চ গেমিং পারফরম্যান্স, অ্যাটেনটিভ ডিজাইন, নিখুত ভিজ্যুয়াল ইফেক্ট এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়েছে।
ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোর আই-৭ প্রসেসর, ৪ জিবি এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৯৬০এম ডিডিআর৫ ভিডিও গ্রাফিক্স এবং ১৭.৩ ইঞ্চি ফুল এইচডি এলিডি ডিসপ্লে সমৃদ্ধ ল্যাপটপটি সর্বোচ্চ কার্যক্ষমতাসম্পন্ন ও স্পষ্ট ভিজ্যুয়াল ইফেক্ট দিতে সক্ষম।
এতে আরো রয়েছে ২ টেরাবাইট সাটা হার্ডডিস্ক, ১২৮ জিবি সলিড স্টেট ড্রাইভ, ১৬ জিবি ডিডিআর-৪ র্যাম, ইন্টেল এইচএম ১৭০ চিপসেট যার ফলে ল্যাপটপটি দ্রুত কমান্ড গ্রহণ করতে সক্ষম। অসাধারণ অডিওর জন্য এতে ব্যবহৃত হয়েছে সনিক মাস্টার টেকনোলজি। এছাড়াও নেটওয়ার্কিংয়ের জন্য রয়েছে ওয়াইফাই, এইচডি ওয়েব ক্যাম , ল্যান জ্যাক।
১,১৩,৫০০ টাকা মূল্যের আসুস জিএল৭৫২ভিডাব্লিউ মডেলের গেমিং ল্যাপটপটি বাজারে এনেছে দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্যের প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেড। ল্যাপটপটিতে ২ বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সুবিধা রয়েছে। আরো জানতে ভিজিট: www.globalbrand.com.bd।
রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment