Monday, 1 February 2016

Mind vs computer

মানুষের মনের ভাবনা জানতে পারবে কম্পিউটার!

মোখলেছুর রহমান : রাইজিংবিডি ডট কম
Published:01 Feb 2016   02:55:07 PM   Monday   
মানুষের মনের ভাবনা জানতে পারবে কম্পিউটার!
মোখলেছুর রহমান : আপনি এখন কি ভাবছেন তা তাৎক্ষণিকভাবে জেনে যাবে কম্পিউটার! অবিশ্বাস্য মনে হলেও, সত্যি সত্যি-ই এমনটি ঘটতে যাচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা।

গবেষকরা দাবি করেছেন, নতুন একটি কম্পিউটার প্রোগ্রাম প্রায় কাছাকাছি সময়েই মানুষের চিন্তাকে বুঝতে পারবে। মানুষের মস্তিষ্কে বসানো ইলেকট্রোড থেকে আসা বৈদ্যুতিক সংকেতের ওপর ভিত্তি করে তারা জানতে পেরেছে মানুষ কী ভাবছে। এই পদ্ধতি ব্যবহার করে মস্তিষ্ক অকার্যকর হওয়া রোগীদের চিন্তা ভাবনা জানা যাবে।

গবেষকরা জানান, নতুন কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে দেখা গেছে, মানুষকে একটি ছবি দেখানোর মিলিসেকেন্ডের মধ্যে তার মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সংযোগ ঘটেছে, যা কিনা ৯৫ শতাংশই সঠিক বলে আমাদের কাছে মনে হয়েছে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী রাজেশ রাও বলেন ‘আমরা প্রথম বুঝতে চেষ্টা করছি কিভাবে মানব মস্তিষ্ক প্রাথমিকভাবে কোনো অবজেক্টকে ধারণ করে এবং দ্বিতীয়ত কিভাবে একজন মানুষ কম্পিউটারের মাধ্যমে অন্য মানুষ কি ভাবছে, তার মনের কথা তাৎক্ষণিকভাবে জানতে পারবে।’

তিনি বলেন ‘চিকিত্সা শাস্ত্রে পক্ষাঘাতগ্রস্ত বা স্ট্রোক হওয়া এবং মস্তিষ্ক অকার্যকর হওয়া রোগীদের সঙ্গে যোগাযোগ প্রক্রিয়া নির্মাণের ক্ষেত্রে এই গবেষণার ফলাফলকে একটি প্রমাণ হিসেবে ধরা যেতে পারে।’

গবেষকরা লাইফ সার্পোটে থাকা রোগীদের জাগ্রত করতে ইলেকট্রোড পদ্ধতি ব্যবহার করেন। উপরন্তু, চাক্ষুষ উদ্দীপনার জন্য দুই শ্রেণীর রোগীদের নিউরাল প্রতিক্রিয়া বিশ্লেষণ করে মুখ ও ঘর ইমেজ দেখে রোগীরা কি ভাবছেন বা দেখছেন তা পরবর্তীকালে বিজ্ঞানীরা জানতে পেরেছেন এবং এই প্রক্রিয়াটি ছিল ৯৫ শতাংশ সঠিক।

এই গবেষণাটি করতে সিয়াটেল এর হারভরভিউ মেডিকাল সেন্টারের ৭ জন রোগীদের এই পদ্ধতিটির পরীক্ষা চালানো হয়।



রাইজিংবিডি/ঢাকা/১ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment