Tuesday, 8 December 2015

Online earn for all

Appreciate you and your team members to join the online for learn, earn and motivate the peoples to do more work for global tour and enjoy the family good life as important IT info as below collections : 

Freelance : ফ্রিল্যান্সারদের উচ্চগতির ইন্টারনেট সুবিধার কার্ড দেওয়া হবে : পলক

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:08 Dec 2015   06:41:53 PM   Tuesday   
ফ্রিল্যান্সারদের উচ্চগতির ইন্টারনেট সুবিধার কার্ড দেওয়া হবে : পলক
বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : ‘ফ্রিল্যান্সারদের  জন্য স্বল্প মূল্যে উচ্চগতির  ইন্টারনেট সুবিধা দিতে বিশেষ কার্ড দেওয়া হবে যাতে তারা নিরবিচ্ছিন্নভাবে স্বল্প সময়ে কাজ সম্পন্ন করতে পারে। এ বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে চুক্তি করা হচ্ছে।’ - ঢাকায় ‘ফ্রিল্যান্সার্স মিট-২০১৫’ উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য এ তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

৮ ডিসেম্বর ঢাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির উদ্যোগে কেআইবি (কৃষিবিদ ইনস্টিটিউট) মিলনায়তনে ‘ফ্রিল্যান্সার্স মিট-২০১৫’ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক আরো বলেন, ‘বর্তমানে পুরুষের তুলনায় নারী ফ্রিল্যান্সাররা বেশি আয় করছে, তাই আউটসোর্সিংয়ে অধিক সংখ্যক নারী ফ্রিল্যান্সারের অংশগ্রহণ বাড়াতে হবে।’  তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তা বাড়াতে সরকার ‘আর্ন অ্যান্ড পে’ নামে একটি নতুন কর্মসূচি হাতে নিয়েছে যাতে নতুন উদ্যোক্তাদের  সিঙ্গেল ডিজিটের ঋণ সুবিধা দেওয়া হবে।’

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির উদ্যোগে আয়োজিত ফ্রিল্যান্সারদের এই সম্মেলনে সফটওয়্যার, ফিমেল, মোবাইল অ্যাপস, অনলাইন ব্লগিং ও কন্টেন্ট, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব এপ্লিকেশন, এসইও ও অনলাইন মার্কেটিং, ফিমেল আউটসোর্সিং প্রফেশনাল, ইন্ডিভিজুয়াল আউটসোর্সিং প্রফেশনাল, স্টার্টআপ কোম্পানি, আউটসোর্সিং প্রতিষ্ঠান, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপ্লিকেশন, এন্টারপ্রেণার সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৭৭ জন ফ্রিল্যান্সারকে অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়।

দ্বিতীয় পর্বে টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তিবিদ ও ফ্রিল্যান্সারগণ বিভিন্ন বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস অ্যালায়েন্সের (উইটসা) প্রেসিডেন্ট সান্তিয়াগো গোতিয়ারেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাইড উনো, সাবেক প্রেসিডেন্ট, অ্যাকসেঞ্চার জাপান, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) সভাপতি আহমেদুল হক ববি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান।

বিশেষ অতিথির বক্তব্যে সান্তিয়াগো গোতিয়ারেজ বলেন, ‘আগামী ২০২১ সালের উইটসা সম্মেলনের আয়োজক হবে বাংলাদেশ। ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি নিজেও একজন ফ্রিল্যন্সার হিসেবে জীবনের অনেকটা সময় কাজ করেছি। তাই সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে ফ্রিল্যান্সার হিসেবেও সফলতা লাভ সম্ভব।

সভাপতির বক্তব্যে মো. সবুর খান ফ্রিল্যান্সারদের জন্য বিপুল সংখ্যক ভেনচার ক্যাপিটাল গড়ে তোলার আহ্বান জানান। ফ্রিল্যান্সারদের উদ্দেশ্যে তিনি বলেন, ফ্রিল্যান্সারদের একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে তাহলেই সামগ্রিকভাবে দেশ ও সমাজ উপকৃত হবে।


রাইজিংবিডি/ঢাকা/৮ ডিসেম্বর ২০১৫/ফিরোজ

No comments:

Post a Comment