Monday, 7 December 2015

Hybrid House in China, online news from bangladesh

Excellent in idea in china a hybrid house for excellent tourism attraction  collection form online and thanks online good article for us without visit. 

এবার হাইব্রিড বাড়ি!

টিপু : রাইজিংবিডি ডট কম
Published:08 Dec 2015   11:49:23 AM   Tuesday   ||   Updated:08 Dec 2015   11:51:55 AM   Tuesday
আলোচিত বাড়ি ‘ওয়াশিংটন হাইব্রিড’

আলোচিত বাড়ি ‘ওয়াশিংটন হাইব্রিড’

আন্তর্জাতিক ডেস্ক : চীনের শি জিয়াঝুয়াং প্রদেশে একটি বাড়ি এখন পর্যটকদের কাছে সেরা আকর্ষণ। বাড়িটি নাকি হাইব্রিড! আবার বাড়িটিরও নাম দেওয়া হয়েছে ‘ওয়াশিংটন হাইব্রিড’। বাড়িটি দেখতে এমন যে, মনে হবে দুটো বাড়ি অর্ধেক-অর্ধেক করে মিলিয়ে তৈরি হয়েছে এই বাড়িটি। মনে হবে, দুই বাড়ির দুটি টুকরো এনে একসঙ্গে জোড়া দেওয়া হয়েছে।

বাড়িটির একটি অংশ তৈরি হয়েছে চীনের বিখ্যাত টেম্পল অফ হেভেনের আদলে। আর অন্য অংশটি তৈরি হয়েছে ওয়াশিংটন স্টেট ক্যাপিটল বা কংগ্রেস ভবনের আদলে।

এই বাড়িটি ৪ তলা সমান উচুঁ। বৈচিত্রের কারণেই বাড়িটি পর্যটকদের আকর্ষণে পরিনত হয়েছে।এক-একজন একেক রকমের ব্যাখ্যা করছেন বাড়িটিকে নিয়ে। কেউ বলছেন, এটা আমেরিকা আর চীনের বন্ধুত্বের প্রতীক। কেউ বা বলছেন, এটা দুই ইঞ্জিনিয়ারের ঝগড়ার প্রতীক। আসলে যাই হোক, এই বাড়িটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

তথ্যসূত্র : জিনিউজ



রাইজিংবিডি/ঢাকা/৮ ডিসেম্বর ২০১৫/টিপু

No comments:

Post a Comment