চোখের নিচে কালো দাগের ঘরোয়া সমাধান
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:17 Apr 2016 08:46:47 PM Sunday || Updated:18 Apr 2016 08:56:12 AM Monday
প্রতীকী ছবি
এই দাগ দূর করার জন্য বাজারে অনেক পণ্য পাওয়া যায়। কিন্তু এসব পণ্যের কেমিক্যাল ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। তাই ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু সমাধান জেনে নিন।
* শসায় রয়েছে ত্বক পরিষ্কার করার উপাদান। তাই এটি চোখের নিচে কালো দাগ দূর করতেও বিশেষ কার্যকর। প্রথমে শসা গোল গোল করে কেটে নিতে হবে। এরপর তা কিছুক্ষণের জন্য ফ্রিজ়ে রেখে ঠান্ডা করে নিন। তারপর চোখের পাতার ওপর ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন। পরে পানি দিয়ে ধুয়ে নিন চোখমুখ।
* আলু পাতলা পাতলা করে কেটে নিন। চোখের ওপর আলুর ওই ফালি ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিতে হবে। পরে পানি দিয়ে ধুয়ে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে চোখের চারপাশে আমন্ড অয়েল ম্যাসাজ করে নিলে ভালো ফল পাবেন।
* কয়েকটি পুদিনা পাতা থেঁতলে রস বের করে নিন। এবার ওই রস চোখের চারপাশে লাগিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। পরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এভাবে দূর হতে পারে চোখের নিচের কালো দাগ।
* পরিমাণমতো তুলো ভিজিয়ে নিন গোলাপজলে। চোখের পাতার ওপর রেখে দিন ১০ মিনিট। নিয়মিত ব্যবহারে দেখবেন, ধীরে ধীরে চোখের নিচের কালচে ভাব দূর হতে শুরু করেছে।
* এ ছাড়া ডার্ক সার্কেল দূরে রাখার জন্য প্রচুর পরিমাণে তাজা ফল ও পানি খেতে হবে।
রাইজিংবিডি/ঢাকা/১৭ এপ্রিল ২০১৬/ফিরোজ/ এএন
No comments:
Post a Comment