দানবাকার সুইমিং পুল.
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:06 Mar 2016 01:26:24 PM Sunday
হোটেলে আসলেন, শুনলেন সবই ঠিক আছে শুধু সাধের সুইমিং পুল নেই। তবে? ব্যাগপ্যাক না নামিয়ে ছুটবেন অন্য হোটেলের দিকে। ইনফিনিটি পুল, না হলে রুফটপ পুল কিছু তো থাকবে। নিদেনপক্ষে ছোট্ট একখান পুল তো লাগবেই।
এসব ভাবতে ভাবতে আপনি এমন এক সুইমিং পুলে এসে নেমেছেন যা এক দৃষ্টিতে এ মাথা ও মাথা দেখা যায় না।
এটা পুল না সাগর তা ভেবেই দৃষ্টিভ্রম হচ্ছে। হতেই পারে। কারণ, এটি পৃথিবীর সবচেয়ে বড় পুল। আকারের দিক থেকে এর ধারে কাছেও নেই অন্য কোনো সুইমিং পুল। তাই গিনেস বুকের কর্তৃপক্ষ হাসিমুখেই সুইমিং পুলটিকে দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় পুলের মর্যাদা।
কেবল তো শুনছেন, সবচেয়ে বড়। কতটা বড়, সেটা জানলে অবাক হয়ে যাবেন। চিলির সেন আলফোন্সো রিসোর্টের রয়েছে দানবাকার এই সুইমিং পুলটি। এটি এতটাই বড় যে আপনি কোনোভাবেই একবারে ঘুরে আসতে পারবেন না। প্রায় ১৯ একর জায়গা জুড়ে রয়েছে এটি।
১,০১৩ মিটার লম্বা এবং ১১ ফুট গভীর এই সুইমিং পুলটি প্রশান্ত মহাসাগরের গা ঘেঁষে তৈরি করা হয়েছে। সমুদ্র থেকে পানি ফিল্টার করে সে পানি পুলের এক দিক দিয়ে পাম্প করে ঢোকানো হয়, আবার অন্য দিক থেকে বের করে দেওয়া হয়। ২৫০ মিলিয়ন লিটার পানি ধরে এই সুইমিং পুলে। খুবই স্বচ্ছ এবং নীল পানি। এই এক পুলের জায়গায় এক সঙ্গে বড় সাইজের ৬ হাজার সুইমিংপুল আাঁটানো যাবে অনায়াসে।
সুইমিং পুলটিতে বিনোদনের জন্য রয়েছে নানা রকম ওয়াটার স্পোর্টসও। পাঁচ বছর লেগেছে সুইমিং পুলটি তৈরি করতে। এটি তৈরি করেছেন চিলির ব্যবসায়ী ফার্নান্দো ফিস্চাম্যান।
রাইজিংবিডি/ঢাকা/৬ মার্চ ২০১৬/ফিরোজ/মিথি
No comments:
Post a Comment