Monday, 7 March 2016

Entertainment

দাঁড়ি-গোফ নিয়ে র‌্যাম্প মাতালেন নারী মডেল

নাসিফ শুভ : রাইজিংবিডি ডট কম
Published:07 Mar 2016   06:30:43 PM   Monday   ||   Updated:08 Mar 2016   07:14:43 AM   Tuesday
হরনাম কৌর

হরনাম কৌর

নাসিফ শুভ : মডেলিংয়ের ক্ষেত্রে সৌন্দর্য্যের মাপকাঠি সব সময়ই উচ্চ অবস্থানে থাকে। এ যেন এক অলিখিত সত্য হয়ে দাঁড়িয়েছে। দেখতে সুশ্রী, দীর্ঘকায়, উজ্জ্বল গায়ের রঙ- এসব কিছু মিলিয়েই যেন একজন মডেলের ভিত্তি।

কিন্তু পৃথিবী বড়ই বৈচিত্র্যময়। নিত্যনতুন অস্বাভাবিক ঘটনার জন্ম দিয়ে যাচ্ছে এই পিৃথিবীর মানুষ। ঠিক তেমনি এক বিস্ময়ের নাম হরনাম কৌর। এই বিস্ময়কর তরুণী দাপটের সাথে গাল ভর্তি দাঁড়ি-গোফ নিয়ে মডেলিং করে আসছেন।

হরনামের শৈশব কাটে যুক্তরাজ্যে। অন্য আট-দশটা স্বাভাবিক মেয়ের মতো দেখতে সে ছিল না। ছোটবেলা থেকেই হরনামের ইচ্ছে ছিল মডেল হওয়ার। কিন্তু মাত্র ১১ বছর বয়সে তার শরীরে বাড়তে থাকে অনাকাঙ্খিত লোম। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমে ভুগছিলেন হরনাম। সেই সঙ্গে তার ছিল হরমোনের সমস্যা।

১৬ বছর বয়স পর্যন্ত তিনি নিয়মিত হেয়ার রিমুভাল ব্যবহার করেছে। এত সব করেও যখন দেখলেন- তার আশেপাশের লোকজন তাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করছেন, তখন তিনি স্থির করলেন আর কখনই তিনি তার অবাঞ্ছিত লোম কামাবেন না। তিনি যেমন আছেন ঠিক তেমন হয়েই বেঁচে থাকবেন।

একদিকে তিনি যেমন দাঁড়ি-গোফকে বাড়তে দিলেন ঠিক তেমনি বাড়িয়ে দিলেন নিজেকে মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্নকেও। সাধনা করতে লাগলেন দিনরাত। অবশেষে সাধনার ফলটিও পেলেন খুব ভালোভাবেই।

সম্প্রতি তিনি এক জুয়েলারির ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন। সেখানে তিনি উপস্থিত হন তার নিজস্ব মহিমায়। তার গালে ছিল দাঁড়ি এবং গলায় শোভা পায় বিভিন্ন ধরনের অলঙ্কার। নিজের আত্মবিশ্বাস দিয়ে রীতিমতো আগুন ঝরিয়েছেন তিনি।

এ বিষয়ে হরনাম বলেন, ‘আমার দাঁড়ি হচ্ছে আমার সফলতার উৎস। এই দাঁড়িই আমাকে সম্পপূর্ণ করেছে। প্রথাগত নারীকল্প ভেঙে আসতে সহায়তা করেছে।



রাইজিংবিডি/ঢাকা/৭ মার্চ ২০১৬/নাসিফ শুভ/শান্ত

No comments:

Post a Comment