সাপের দ্বীপ
নাফিস শুভ : রাইজিংবিডি ডট কম
Published:04 Mar 2016 12:17:08 AM Friday || Updated:04 Mar 2016 12:53:33 PM Friday

ব্রাজিলের সাও পাওলো থেকে প্রায় ৯০ মাইল দূরে অবস্থিত এই দ্বীপ। একসময় এই দ্বীপে কলা চাষের পরিকল্পনা করা হয়। কিন্তু মাঝ পথেই সাপের উপদ্রপে বন্ধ হয়ে যায় কলা চাষ। পরবর্তীতে এই কলা দ্বীপ পরিণত হয় ‘সাপের দ্বীপে’। ‘লা দ্য কুইমাদা গ্রানাদে’ দ্বীপের মোট আয়তন প্রায় ২০ মাইল। পুরো দ্বীপে কেবল সাপের বিচরণ। সাপ ছাড়া এই দ্বীপে অন্য কোনো প্রাণের অস্তিত্ব পাওয়া বেশ দুষ্কর। বোথরোপস ইনসুলারিস নামের সাপগুলো অন্য আট দশটি বিষধর সাপের থেকে ৫ গুণ বেশি বিষধর। বোথরোপস সাপের বিষক্রিয়ায় মানুষের মাংস কয়েক মিনিটের মধ্যে গলে যায়। তাতে মৃত্যু অবধারিত। এরা লম্বায় ২৮ ইঞ্চি থেকে ৪৬ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। উজ্জ্বল হলুদাভ ও বাদামী গায়ের রঙের সাপগুলোর মাথা প্রচন্ড তীক্ষ্ণ বিধায় এদেরকে লানচিহেড ভাইপারও বলা হয়। উড়ন্ত পাখিকে লাফ দিয়ে ধরে এরা সহজেই নিজের শিকার বানাতে পটু। এরা ক্ষুধা মেটাতে অন্য প্রাণী তো বটেই নিজ প্রজাতি ছাড়া অন্য প্রজাতির সাপও গিলে ফেলে।
এটা পৃথিবীর একমাত্র জায়গা যেখানে এই প্রজাতির সাপ বাস করে। সাপের উপদ্রপের কারণে এই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ। অনেকেই বীরত্ব দেখাতে গিয়ে দ্বীপ থেকে আর ফিরে আসতে পারে নি। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু হওয়ার কারণে আর পাশাপাশি অন্য কোন দ্বীপ না থাকায় এ দ্বীপটিতে এক প্রকার নির্বাসিত অবস্থায় আছে সাপগুলো। তাই হয়তো বিস্তৃর্ণ এ দ্বীপে আর কাউকে সহ্য করে না সাপগুলো। জিনিউজ
রাইজিংবিডি/ঢাকা/৪ মার্চ ২০১৬/শুভ/মিথি
No comments:
Post a Comment