Monday, 7 March 2016

SSC pass after 47 exam

৪৭ বার এসএসসি পরীক্ষার হলে

রাসনা মিথি : রাইজিংবিডি ডট কম
Published:04 Mar 2016   01:42:30 PM   Friday   ||   Updated:04 Mar 2016   07:19:55 PM   Friday
শিবচরণ যাদব

শিবচরণ যাদব

অন্য দুনিয়া ডেস্ক : আজ থেকে ৪৭ বছর আগে শুরু হয় শিবচরণ যাদবের সেকেণ্ডারি স্কুল সার্টিফিকট (এসএসসি)পরীক্ষা পাশের লড়াই। প্রথমবার ব্যর্থ হন তিনি। দমে যাননি। ভেবেছিলেন এতো মাত্র এবার। সুযোগ তো আছে। দ্বিতীয়বার আদাজল খেয়ে নামলেন।

ওমা! এবারও দেখি ভাগ্যদেবী বিমুখ। তবুও থেমে নেই শিবচরন। কতদিন আর মুখ ফিরিয়ে রাখবেন দেবী। চেষ্টা চলতেই থাকে। এদিকে বয়স তো বসে থাকে না। এখন শিবচরনের বয়স ৭৭ বছর। ৪৭ তম বারের মতো সেকেণ্ডারি স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বসবেন তিনি। আদুভাই নামে পরিচিত শিবচরন পন করেছিলেন যতদিন না এ পরীক্ষায় উত্তীর্ন হতে পারছেন ততদিন তিনি বিয়ে করবেন না।

ভারতের জয়পুরের বাসিন্দা শিবচরন, আসছে দশ তারিখ ৪৭ বারের মতো পরীক্ষায় বসতে যাচ্ছেন। আর কদিন মাত্র বাকী,এর মধ্যে চলছে দারুণ প্রস্তুতি। তবে এবার ভীষণ আত্মবিশ্বাসী শিব। তিনি বলেন, আমি প্রথম এ পরীক্ষায় বসেছিলাম ১৯৬৮ সালে। কয়েকটি বিষয় পাশ করলেও হিন্দি, ইংরেজির মতো বিষয়গুলোই জ্বালিয়ে মারছে। কিছুতেই যেন শনির দশা কাটছে না। তবে এবার সবগুলো বিষয় পাশের ব্যাপারে দারুণ আশাবাদী শিব।

গত ৩০ বছর ধরে একা পূর্বপুরুষের ভিটায় কোন রকমে বেঁচে আছেন শিব। পাশ না করায় বিয়ে করা হয়ে ওঠেনি শিবের। বার্ধক্য ভাতা পাচ্ছেন সরকার থেকে সামান্য। তাই দিয়ে একা মানুষটার কোন রকম চলে যায় আর সময় কাটে পরীক্ষার প্রস্তুতি নিয়ে।টাইমস অব ইণ্ডিয়া


রাইজিংবিডি/ঢাকা/৪ মার্চ ২০১৬/মিথি

No comments:

Post a Comment