Wednesday, 30 March 2016

Sevelin world tour policy

তিনি দুধের স্বাদ ঘোলে মেটান

কাজী আশরাফ : রাইজিংবিডি ডট কম
Published:26 Mar 2016   07:19:23 PM   Saturday   ||   Updated:27 Mar 2016   11:04:35 AM   Sunday
তিনি দুধের স্বাদ ঘোলে মেটান
কাজী আশরাফ : কথায় বলে ‘শখের তোলা নাকি আশি টাকা।’ অর্থাৎ টাকা থাকলে তারপরই শখের প্রশ্ন। তাই বলে যার টাকা নেই তিনি কি তাহলে শখপূরণে বঞ্চিত হবেন? এমনটা মেনে নিতে পারেননি সেভেলিন গ্যাট। সেভেলিনের বাড়ি কেনিয়ায়। এই নারীর বহুদিনের শখ পৃথিবী ঘুরে দেখবেন। কিন্তু টাকা কোথায়? অবশেষে এক উপায় অবশ্য তিনি আবিষ্কার করেছেন।

উপায়টা হলো, বিখ্যাত ব্যক্তি, স্থানের ছবি সম্পাদনা করে সেখানে তিনি নিজের ছবি জোড়া লাগিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। আর তাতেই আলোড়ন ফেলে দিয়েছেন তিনি। এশিয়া সফরে যেতে না পারলেও সেভেলিন সম্পাদনা করে কিছু ছবি বানিয়েছেন যেখানে দেখা যাচ্ছে তিনি একটি বিমানের সামনে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন চীনের প্রাচীরের ওপর এবং তাজমহলের সামনে বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রায়ের পাশে। বলাবাহুল্য ফটোশপের মাধ্যমে এগুলো তৈরি করা হয়েছে।

মজার ব্যাপার হলো, এসব ছবিতে লাইক পড়েছে হাজার হাজার। অনেকে সমব্যথী হয়ে মন্তব্যও করেছেন। কিন্তু নাইরোবির ব্যবসায়ী স্যাম গিচুরু একটু ভিন্ন কাজ করেছেন। তিনি এসব ছবি দেখার পর সেভেলিনের শখপূরণে এগিয়ে এসেছেন। তিনি ঘোষণা দিয়েছেন সেভেলিন যাতে ছুটি কাটাতে বিভিন্ন দেশে যেতে পারেন সেজন্যে অর্থ সাহায্য করবেন। এবার সেভেলিনের বোধহয় আর দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে না।




রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৬/তারা

No comments:

Post a Comment