Wednesday, 30 March 2016

Nothing city in USA

শহরের নাম নাথিং

তারা : রাইজিংবিডি ডট কম
Published:29 Mar 2016   08:50:11 PM   Tuesday   ||   Updated:29 Mar 2016   10:51:25 PM   Tuesday
শহরের নাম নাথিং
অন্য দুনিয়া ডেস্ক : আমরা অনেক সময় বলি, ‘নামে কিবা আসে যায়।’ তারপরও এই নামেই হয় পরিচয়। শুধু ব্যক্তি নয়, স্থানও পরিচিতি পায় নামের মধ্য দিয়ে।

এই পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলোর নাম শুনলে আপনি বিস্মিত হবেন। হয়তো জায়গাগুলো তেমন আকর্ষণীয় নয়, সেখানে নেই কোনো প্রাচীণ স্থাপনা বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন। উল্লেখ করার মতো নেই কোনো আলাদা বৈশিষ্ট্য। তারপরও শুধুমাত্র নামের কারণেই জায়গাগুলো মানুষের কৌতূহল তৈরি করে। তেমনই একটি জায়গা বা শহরের নাম ‘নাথিং’।

একটু কল্পনা করুন তো একটি শহরে কী কী থাকে? আমি নিশ্চিত করেই বলতে পারি আপনার কল্পনার সঙ্গে শহরটি মোটেই মিলবে না। শহর বলতে যা বুঝায় জায়গাটি আসলে তেমন নয়।

আমেরিকার আরিজোনা প্রদেশের ছোট্ট একটি শহর নাথিং। মজার ব্যাপার হচ্ছে, নামের সঙ্গে অদ্ভুত মিল রয়েছে এই শহরের। অর্থাৎ শহরটিতে গেলে আপনি সত্যি সত্যি কিছুই পাবেন না। তাহলে কী আছে এই শহরে? সেখানে গেলে আপনি দেখবেন, রয়েছে  শুধুমাত্র দুটো বাড়ি, একটা গ্যাস স্টেশন আর একটা মাত্র পেট্রোল পাম্প। আরো মজার ব্যাপার হলো, সেই পেট্রোল পাম্পে কখনও পেট্রোল থাকে না। এবার বুঝুন, একেই বলে সার্থক নামকরণ।



রাইজিংবিডি/ঢাকা/২৯ মার্চ ২০১৬/তারা

No comments:

Post a Comment