বন্ধ হলো কাগুজে দ্য ইন্ডিপেনডেন্ট
কালি শুকিয়ে গেছে
রাসেল পারভেজ : রাইজিংবিডি ডট কম
Published:26 Mar 2016 05:07:47 PM Saturday || Updated:26 Mar 2016 05:25:51 PM Saturday

শনিবারই শেষ প্রিন্ট সংস্করণ বের হয়েছে পত্রিকাটির। রোববার থেকে শুধু অনলাইন সংস্করণ বের হবে। আর এর মধ্য দিয়ে শেষ হচ্ছে ৩০ বছরের ঐতিহ্যবাহী দ্য ইন্ডিপেনডেন্টের ছাপা সংস্করণ।
তথ্যপ্রযুক্তির বিপ্লবের হাত ধরে কলমি সাংবাদিকতায় অনেক পরিবর্তন এসেছে। তথ্য ও খবরের তাৎক্ষণিক চাহিদা পুরণে ইন্টারনেটভিত্তিক অনলাইন মাধ্যমগুলো জনপ্রিয় হয়ে ওঠায় ‘আজকের খবর আগামীকাল পড়া’র বিষয়টি বাসি হয়ে যাচ্ছে।
শনিবার শেষ প্রিন্ট সংস্করণে দ্য ইন্ডিপেনডেন্ট বিশেষ সম্পাদকীয় প্রকাশ করেছে। এতে লেখা হয়েছে, ‘আজ এ পত্রিকার প্রেস বন্ধ হয়ে গেল। কালি শুকিয়ে গেছে। পত্রিকাটিতে আর কোনো ভাঁজ পড়বে না। কিন্তু একটি অধ্যায় যেমন শেষ হলো, তেমনি আরেকটি অধ্যায়ের শুরু হলো। পত্রিকার লক্ষ্য ও উদ্দেশ্য স্থির থাকবে।’
দ্য ইন্ডিপেনডেন্ট ১৯৮৬ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। জনপ্রিয় এ পত্রিকার দৈনিক প্রচার সংখ্যা ছিল ৪ লাখ। কিন্তু বর্তমানে এ সংখ্যা ৪০ হাজারে এসে ঠেকেছে। কাগুজে সংস্করণ থেকে পাঠক মুখ ফিরিয়ে নিলেও তাদের অনলাইনে পাঠক সংখ্যা অনেক। অনলাইনের পাঠক সংখ্যা ক্রমেই বাড়ছে।
দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকা জনপ্রিয়তায় থাকার সময় সপ্তাহিক রোববারের বিশেষ সংখ্যা এবং ট্যাবলয়েড সংস্করণও বের করে। কিন্তু সাম্প্রতিক কয়েক বছরে তাদের ছাপা সংস্করণের পাঠক আশঙ্কাজনকভাবে কমে গেছে।
ব্রিটের সব দৈনিকের অনলাইন সংস্করণ আছে। অনলাইন ভার্সন আলাদাভাবে পরিচালনা করা হয়। কিন্তু ইউরোপে কোনো সংবাদপত্রের ছাপা সংস্করণ সম্পূর্ণ বন্ধ করে শুধু অনলাইন সংস্করণে রূপান্তরের ঘটা এটিই প্রথম। তবে আরো কয়েকটি জনপ্রিয় ও বহুল প্রচারিত সংবাদপত্র প্রিন্ট সংস্করণ বন্ধ করে অনলাইন সংস্করণে আসার ঘোষণা দিয়েছে।
রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৬/রাসেল পারভেজ
No comments:
Post a Comment