Tuesday, 19 April 2016

TIE in 10 second

০ সেকেন্ডে টাই বাঁধার কৌশল (ভিডিও)

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:19 Apr 2016   08:07:43 AM   Tuesday   ||   Updated:19 Apr 2016   11:15:21 AM   Tuesday
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লাইফস্টাইল ডেস্ক : কর্পোরেট অফিস মানেই ফরমাল ড্রেসআপ। অর্থাৎ শার্ট ইন করে পরা এবং শার্টের কলারে টাই বাঁধা। পাশাপাশি ব্লেজার পরা, যদিও ব্লেজার পরাটা আবশ্যক না। সেটা নির্ভর করে অফিসের অবস্থা, কর্মকাণ্ড ও চলমান ঋতুর ওপর।

টাই পরতে হয় কর্পোরেট লুক আনতে। কিন্তু টাই, টাই করা অর্থাৎ গিট দেওয়াটা খুবই ঝামেলার। ফলে টাই বাঁধতে গিয়ে প্রতিদিন অনেকের জরুরি সময় বেশ খানিকটা নষ্ট হয়।

তবে কৌশল জানা থাকলে আপনি মাত্র ১০ সেকেন্ডেই বাঁধতে পারবেন টাই। জীবনের সব ক্ষেত্রেই কৌশল জীবনযাপনকে অনেকটা সহজ করে দেয়। সম্প্রতি লাইফস্টাইল বিষয়ক ক্রিয়েটিভ টিপসের ওয়েবসাইড ব্রাইটসাইড তাদের ‘৫-মিনিট ক্রাফট’ নামক ফেসবুক পেজটিতে ১০ সেকেন্ডে টাই বাঁধার কৌশলের ভিডিও পোস্ট করেছে। ভিডিওটি দেখে মাত্র ১০ সেকেন্ড টাই বাঁধার কৌশল আপনিও রপ্ত করে নিতে পারেন।




রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৬/ফিরোজ

No comments:

Post a Comment