Wednesday, 20 April 2016

Sundarban smart petrolling

সুন্দরবনে ‘স্মার্ট পেট্রোলিং’

আলী আকবর টুটুল : রাইজিংবিডি ডট কম
Published:20 Apr 2016   06:19:28 PM   Wednesday   ||   Updated:20 Apr 2016   07:05:59 PM   Wednesday
সুন্দরবনে ‘স্মার্ট পেট্রোলিং’
আলী আকবর টুটুল,  বাগেরহাট : ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারসহ জীববৈচিত্র্য সুরক্ষায় এবার বন অধিদপ্তর ‘স্মার্ট পেট্রোলিং’ (স্পেশাল মনিটরিং এনালাইজিং অ্যান্ড রিপোর্টিং টুলস) নামে বিশেষ এক টহল টিম ব্যবস্থা নিয়ে মাঠে নামছে।

আগামী মে মাসের প্রথম সপ্তাহে সুন্দরবনের চারটি রেঞ্জেই একযোগে শুরু হবে এই স্মার্ট পেট্রোলিং। প্যানথেরা নামের একটি আন্তর্জাতিক সংস্থার প্রস্তুত করা এই স্মার্ট পেট্রোলিংয়ে ব্যবহৃত হবে অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি টুলস।

বনের সংরক্ষিত এলাকা মনিটরিং, তথ্য সংগ্রহ এবং রিপোর্টিংয়ে এই টুলস এখন পর্যন্ত সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন বলে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে স্ট্রেইনদেনিং রিজিওনাল কোঅপারেশন ফর ওয়াইল্ডলাইফ প্রটেকশন প্রজেক্ট নামে একটি প্রকল্পের আওতায় সুন্দরবনে বনজ সম্পদ ও বন্যপ্রাণি সংরক্ষণে এই স্মার্ট পেট্রোলিং কর্মসূচি চালুর সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে বন অধিদপ্তর।

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি নামে একটি প্রতিষ্ঠানের উদ্যোগে এ বিষয় সুন্দরবন বিভাগের মধ্যম স্তরের কিছু কর্মকর্তাকে দেওয়া হয়েছে প্রশিক্ষণ। এই স্মার্ট পেট্রোলিং ব্যবস্থার প্রদর্শনী মহড়াও অনুষ্ঠিত হয়েছে গত ৯ ও ১০ মার্চ পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সুন্দরবন সফরকালে।

জানা গেছে, বিশ্বের ৩১টি দেশ ১৪০টিরও বেশি স্থানে এখন চালু রয়েছে স্মার্ট পেট্্েরালিং পদ্ধতি। এর মধ্যে ২০১৫ সালে এশিয়ার ১২টি জেডএসএল (জিওলোজিকাল সোসাইটি অব লন্ডন) সাইটে ১২ হাজার বর্গ কিলোমিটার এলাকাজুড়ে প্রয়োগ করা হয়েছে। পাশাপাশি আফ্রিকার আট হাজার বর্গ কিলোমিটার এলাকার ১০টি সাইটে প্রয়োগের পর এখন এর বাস্তবায়ন এলাকা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার বর্গ কিলোমিটারে।

এর মাধ্যমে এ দুটি মহাদেশে বাঘ, হাতি, সিংহসহ বিভিন্ন  বন্যপ্রাণি ও বনজ সম্পদ রক্ষায় স্মার্ট পেট্্েরালিং পদ্ধতি কার্যকর ভূমিকা রেখে চলছে। পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, থাইল্যান্ডে বনাঞ্চল ও জাতীয় উদ্যানে জেডএসএল সাইটে স্মার্ট পেট্্েরালিং পদ্ধতির ব্যবহার জনপ্রিয়তা পেয়েছে।  দুটি মহাদেশে বন্যপ্রাণি ও বনজ সম্পদ রক্ষায় কার্যকর ভূমিকা রেখে চলা স্মার্ট পেট্্েরালিং পদ্ধতি এবার ওয়ার্ল্ড হেরিটেজ সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারসহ জীববৈচিত্র্য সুরক্ষায় কাজে লাগানো হচ্ছে।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম জানান, সুন্দরবনে এই স্মার্ট পেট্্েরালিং পদ্ধতি আওতায় ৪টি রেঞ্জের প্রতিটিতে ইতিমধ্যেই ৩টি করে দল গঠন করা হয়েছে এবং প্রতিটি দলে থাকছে ১৬ জন করে সদস্য। প্রতিটি দলে একজন ফরেস্ট রেঞ্জার বা সিনিয়র ফরেস্টারের নেতৃত্বে সাতজন কর্মকর্তাসহ বনরক্ষীরা থাকবেন।

প্রথম দুটি দল পালাক্রমে ১৫ দিন করে সুন্দরবনের প্রতি রেঞ্জে অবস্থান করবে। তৃতীয় দলটি রিজার্ভ থাকবে যাতে করে অপর দুটি টিমের কোনো সদস্য অসুস্থ হলে তার ঘাটতি পূরণসহ প্রস্তুত থাকবে বিশেষ অভিযান পরিচালনা করার জন্য।

আধুনিক প্রযুক্তি ও অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত প্রতিটি দলকে দেখামাত্র দ্রুততার সঙ্গে বন অপরাধীদের গ্রেপ্তারে প্রশিক্ষিত করা হয়েছে। প্রতিটি দলের সঙ্গে থাকবে দুটি করে লঞ্চ, ওপেন টাইপ স্পিডবোট, ফাইবার বডি ট্রলার ও প্রয়োজনে বিশেষ বিশেষ সময়ে থাকবে একটি কেবিন ক্রুজার।

স্মার্ট পেট্রোলিংয়ের সময় বন ও বন্যপ্রাণি সংক্রান্ত সব ধরনের অপরাধ দমন ছাড়াও সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারসহ জীবিত বা মৃত বন্যপ্রাণি সম্পর্কে তথ্য সংগ্রহ করবে। টহলের তথ্য-উপাত্ত খুলনায় স্থাপিত বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জিআইএস ল্যাবে সংরক্ষণ করা হবে। আর এ তথ্য-উপাত্তকে ভিত্তি করে প্রতিমাসে প্রকাশ করা হবে সুন্দরবন সংক্রান্ত একটি হালনাগাদ প্রতিবেদন।

খুলনা সার্কেলের বন সংরক্ষক জহির উদ্দিন আহমেদ জানান, গত সপ্তাহে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাঘ সংরক্ষণবিষয়ক তৃতীয় এশীয় মন্ত্রীপর্যায়ের সম্মেলনে বাংলাদেশের পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারসহ জীববৈচিত্র্য সুরক্ষায় সরকারের গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে স্মার্ট পেট্রোলিং ব্যবস্থা শুরু করা কথা তুলে ধরেন।

টাইগার রেঞ্জ কান্ট্রিÑটিআরসির তিন দিনের এ সম্মেলনে বাংলাদেশ, ভারত, রাশিয়া, চীনসহ বাঘ রয়েছে এমন ১৩টি দেশ অংশ নেয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সম্মেলনটি উদ্বোধন করেন।





রাইজিংবিডি/বাগেরহাট/২০ এপ্রিল ২০১৬/আলী আকবর টুটুল/রিশিত

No comments:

Post a Comment