৩০ এপ্রিল সিম নিবন্ধনের শেষ সময়’
নঈমুদ্দীন : রাইজিংবিডি ডট কম
Published:19 Apr 2016 11:51:44 AM Tuesday || Updated:19 Apr 2016 12:59:04 PM Tuesday
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে নিজ কক্ষে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রিরেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তারানা হালিম বলেন, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি, ৩০ এপ্রিল বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের শেষ সময়। যারা এখনো পুনঃনিবন্ধন করেননি, তারা যেন এই সময়ের মধ্যে সিম নিবন্ধন শেষ করেন। সারা দেশে মোবাইল অপারেটরগুলোর কাস্টমার কেয়ার, সরকারি ডাক বিভাগ, স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয়ে সিম নিবন্ধন কার্যক্রম চলছে। সেখান থেকে গ্রাহকরা এই সেবা নিতে পারবেন।’
প্রতিমন্ত্রী জানান, এ পর্যন্ত সিম নিবন্ধন হয়েছে ৬ কোটি ৩৫ লাখ।
তারানা হালিম বলেন, ‘৩০ এপ্রিলের মধ্যে আশা করছি নিবন্ধিত সিমের সংখ্যা ১৩ কোটিতে পৌঁছাবে।’ প্রতিদিন ১ লাখ বায়োমেট্রিক ডিভাইস সিম নিবন্ধনে ব্যবহার হচ্ছে বলে জানান তিনি।
রাইজিংবিডি/ঢাকা/১৯ এপ্রিল ২০১৬/নঈমুদ্দীন/সাইফুল
No comments:
Post a Comment