Thursday, 7 April 2016

Rose means

কোন গোলাপের কী মানে

কাজী আশরাফ : রাইজিংবিডি ডট কম
Published:07 Apr 2016   07:46:24 AM   Thursday   ||   Updated:07 Apr 2016   10:38:32 AM   Thursday
কোন গোলাপের কী মানে
কাজী আশরাফ: ফুলের মূল্য বুঝতে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ‘ফুলের মূল্য’ ছোটগল্প পড়ার প্রয়োজন নেই। অথবা ফুলের গুরুত্ব বোঝাতে ‘জোটে যদি একটি পয়সা খাবার কিনিও ক্ষুধার লাগি, জোটে যদি দুটি পয়সা ফুল কিনে নিও হে অনুরাগী’- এ পঙ্‌ক্তিরও প্রয়োজন নেই। ফুল শাশ্বত সুন্দর। উপহার হিসেবে ফুলের চেয়ে সুন্দর আর কিছু হয় না। বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের কাছে ফুলের রয়েছে আলাদা গুরুত্ব। তবে তাদের কাছে লাল গোলাপ হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় ফুল। সুতরাং প্রেম মানেই যেন লাল গোলাপ! তাই বলছি, গোলাপ যখন মনের মানুষকে দিতেই হবে তার আগে জেনে নিন, কোন গোলাপের কী মানে?
সাদা গোলাপ: শুদ্ধতা এবং সাধুতা প্রকাশ পায় সাদা গোলাপ উপহার দিলে।
হলুদ গোলাপ: এই গোলাপ আনন্দ ও মুগ্ধতার প্রতীক।
লাল গোলাপ: ‘ভালোবাসি, সেই সঙ্গে তোমার জন্য শ্রদ্ধা ও সৌজন্যও রয়েছে’- এমনটাই বলে লাল গোলাপ।
বারগান্ডি গোলাপ: আরেকটু বেশি আবেগ প্রকাশে এই গোলাপ ব্যবহৃত হতে পারে। যেমন ‘তোমাকে ভালোবাসা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না’।
গোলাপী গোলাপ: সৌন্দর্যে স্টাইল ও সূক্ষ্মতা প্রকাশ করে।
কালচে গোলাপী গোলাপ: কৃতজ্ঞতা এবং প্রশংসা প্রকাশ করে।
হালকা গোলাপী গোলাপ : সন্তুষ্টি বা সমবেদনা প্রকাশ পায় এই গোলাপ দিলে।
কমলা গোলাপ: প্রবল উৎসাহ এবং পাওয়ার তীব্র আকাঙ্খার প্রতীক।



রাইজিংবিডি/ঢাকা/৭ এপ্রিল ২০১৬/তারা

No comments:

Post a Comment