জাতীয় হ্যাকাথন ৬ এপ্রিল
হাসান : রাইজিংবিডি ডট কম
Published:02 Apr 2016 07:06:19 PM Saturday
আগামী ৬ থেকে ৭ এপ্রিল মিরপুরের পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) কনভেনশ হলে জাতীয় সমস্যার প্রযুক্তিভিত্তিক সমাধানের জন্য প্রোগ্রামারদের নিয়ে অনুষ্ঠিত হবে এই হ্যকাথন।
জাতিসংঘের টেকসই উন্নয়ন পরিকল্পনার (এসডিজি) নির্বাচিত ১০টি লক্ষ্য অর্জনের জন্য আয়োজিত হচ্ছে এবারের জাতীয় হ্যাকাথন। সারা দেশের সেরা ডেভেলপার, ইউএক্স ডিজাইনার, মোবাইল অ্যাপ ডেভেলপার, সফটওয়ার নির্মাতারা একত্রিত হবেন এই কোডিং ফেস্টিভালে।
এসডিজির ১০টি লক্ষ্য অর্জনে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলোকে প্রযুক্তি দিয়ে মোকাবিলা করতে তরুণ প্রযুক্তিবিদরা টানা ৩৬ ঘণ্টায় নতুন নতুন উদ্ভাবনে অংশ নেবেন। সেরা উদ্ভাবনগুলোকে বাস্তাবায়নের জন্য আইসিটি বিভাগ ভবিষ্যতে সরাসরি পৃষ্ঠপোষকতা করবে।
আইসিটি বিভাগ জানিয়েছে, এই সম্মেলনের সহযোগী হিসেবে এবার যোগ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। প্রতিষ্ঠানের পক্ষ থেকে হ্যাকাথনের ১০ বিজয়ী দলের প্রত্যেককে ৮০ হাজার ডলার করে মোট ৮ লাখ ডলার মূল্যমানের এফবি স্টার্ট প্যাকেজ পুরস্কার দেওয়া হবে।
পাশাপাশি বিজয়ী ১০টি দলকে হ্যাকাথন পরবর্তী মেন্টরশিপ সহায়তা প্রদান ও তাদের উদ্ভাবন প্রচারণায় সহায়তা করবে ফেসবুক।
এরই মধ্যে ৫৫৩টি দলের ৩ হাজারের বেশি অংশগ্রহণকারী জাতীয় হ্যাকাথনে অংশ নিতে আবেদন করেছে বলে আইসিটি বিভাগ সূত্র জানিয়েছে। এদের মধ্যে নির্বাচিত ২৫০টি দল চূড়ান্তভাবে জাতীয় হ্যাকাথনে অংশগ্রহণের সুযোগ পাবে।
অংশগ্রহণকারীদের উদ্ভাবনী কার্যক্রমে সহায়তা করতে সরকারের সংশ্লিষ্ট ১০টি মন্ত্রণালয়ের ৪৪ জন বিশেষজ্ঞ নিয়ে জাতীয় হ্যাকাথনের ডোমেইন এক্সপার্ট দল ও ৯০ জনের টেক-মেন্টর দল প্রস্তুত করা হয়েছে। আরো বিস্তারিত জানা যাবে http://hackathon.ictd.gov.bd/ ঠিকানায়।
রাইজিংবিডি/ঢাকা/২ এপ্রিল ২০১৬/হাসান/রফিক
No comments:
Post a Comment