Sunday, 17 April 2016

Mustafiz ball in cricket

মুস্তাফিজে কুপোকাত আন্দ্রে রাসেল (ভিডিওসহ)

আমিনুল : রাইজিংবিডি ডট কম
Published:16 Apr 2016   07:50:35 PM   Saturday   ||   Updated:17 Apr 2016   11:15:47 AM   Sunday
আন্দ্রে রাসেলকে আউট করার দৃশ্য

আন্দ্রে রাসেলকে আউট করার দৃশ্য

ক্রীড়া ডেস্ক : আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামেন মুস্তাফিজুর রহমান। আজও যথারীতি বেশ মিতব্যয়ী কাটার মাস্টার।

৪ ওভার বল করে দিয়েছেন ২৯ রান। তুলে নিয়েছেন একটি উইকেট।

প্রথম দুই ওভারে দেন ৮ রান। তৃতীয় ওভারে বল হাতে এসে প্রথম তিন বলে দেন ৪ রান। চতুর্থ বলটি ইয়র্কার দেন মুস্তাফিজ। সঙ্গে ছিল সুইং। বলটি বুঝতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। কোনোরকমে পড়িমরি করে খেলার চেষ্টা করেন। কিন্তু তার ব্যাট ও পায়ের ফাঁক গলে বল গিয়ে আঘাত হানে মিডেল স্ট্যাম্পে।

মিডেল স্ট্যাম্প উঠে যাওয়ার পাশাপাশি বাকি দুটোও নড়বড়ে হয়ে যায়। পড়ে যায় বেল। তার সঙ্গে হুমড়ি খেয়ে পড়েন আন্দ্রে রাসেলও। মাটিতে লুটিয়ে পড়ে তিনি ভেঙে যাওয়া স্ট্যাম্প দেখছিলেন। মুস্তাফিজ কেবল একটু হাসি দিয়ে উইকেট পাওয়ার মুহূর্তটি উপভোগ করেন।
 

এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভার বল করে দিয়েছিলেন মাত্র ২৬ রান। নিয়েছেন দু-দুটি মূল্যবান উইকেট। এবি ডি ভিলিয়ার্স ও শেন ওয়ালটসনের মতো দুর্ধর্ষ দুই ব্যাটসম্যানকে ফিরিয়েছিলেন পর পর দুই বলে।

আন্দ্রে রাসেলকে আউট করার সেই ভিডিও :
 http://www.risingbd.com/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%95%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B2/156612

রাইজিংবিডি/ঢাকা/১৬ এপ্রিল ২০১৬/আমিনুল/এএন

No comments:

Post a Comment