Wednesday, 20 April 2016

Happy birthday to HE Queen

সহস্র আলোক প্রজ্বালনে রানির ৯০তম জন্মদিন

রাসেল পারভেজ : রাইজিংবিডি ডট কম
Published:20 Apr 2016   10:59:17 PM   Wednesday   ||   Updated:21 Apr 2016   09:25:42 AM   Thursday
সহস্র আলোক প্রজ্বালনে রানির ৯০তম জন্মদিন
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের ৯০তম জন্মদিন ২১ এপ্রিল। ৪৮ ঘণ্টাব্যাপী জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হবে রানির জন্মদিন। রানির বর্ণিল জীবন ও সমৃদ্ধির প্রতীক হিসেবে ১ হাজার আলোক প্রজ্বালনে আলোকিত হবে যুক্তরাজ্য। জয়তু রানি। শুভ জন্মদিন।

লন্ডনের মেফেয়ারে ১৭ ব্রুটন স্ট্রিটে ১৯২৬ সালের ২১ এপ্রিল জন্মগ্রহণ করেন দ্বিতীয় এলিজাবেথ। শৈশবে তার নাম ছিল এলিজাবেথ আকেজান্দ্রা মেরি। বাবা রাজা ষষ্ঠ জর্জ ও মা ছিলেন রানি এলিজাবেথ। তিন বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি রানি হিসেবে সিংহাসনে বসেন দ্বিতীয় এলিজাবেথ। অভিষেক অনুষ্ঠান হয় ২ জুন, ১৯৫৩ সাল। ১৯৫২ থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যের শিরোমণি তিনি। ৬০ বছরের শাসনামলে অনেক চড়াই-উতরাই পার হতে হয়েছে তাকে। তবে কখনো ক্লান্ত হননি। ৯০ বছরে পা রাখার দিনেও অনেক ব্যস্ততায় সময় কাটাবেন রানি।

১৯৫২ সালে গ্রেট ব্রিটেনের পাশাপাশি কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের রানি হন দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ রাজা বা রানি কমনওয়েলথের প্রধান হন। সে হিসেবে রানিও কমনওয়েলথের প্রধান।

নিজের আমলে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীন হওয়া ১২টি দেশের রানি হিসেবে স্বীকৃত দ্বিতীয় এলিজাবেথ। দেশগুলো হলো : জ্যামাইকা, বারবাডোস, বাহামা দ্বীপপুঞ্জ, গ্রানাডা, পাপুয়া নিউগিনি, ট্যুভালু, সলোমান দ্বীপপুঞ্জ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইনস, বেলিস, অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস। এসব দেশে রানির জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হবে।

এ ছাড়া বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিন ধরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৯০তম জন্মদিন উদযাপন করবেন রানি। এ উপলক্ষে রাজপরিবারে উৎসবের আমেজ বিরাজ করছে।




রাইজিংবিডি/ঢাকা/২০ এপ্রিল ২০১৬/রাসেল পারভেজ/ এএন

No comments:

Post a Comment