Wednesday, 6 April 2016

Cockroach quit

শসায় তাড়ান তেলাপোকা

মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:06 Apr 2016   08:14:50 AM   Wednesday   ||   Updated:06 Apr 2016   10:11:36 AM   Wednesday
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মনিরুল হক ফিরোজ : অনেকেরই তেলাপোকাভীতি রয়েছে। ঘরের মধ্যে তেলাপোকা দেখলেই আঁতকে ওঠেন। আর যদি তেলাপোকা ওড়াউড়ি করে, তাহলে তো ভয়ের সেই চিৎকার অন্যদেরও ভয় পাইয়ে দেয়।

অনেকেরই শোবার ঘর, বাথরুম, রান্নাঘর, বুকশেলফ প্রভৃতি জায়গায় তেলাপোকার বিচরণ দেখা যায়।

যা হোক,  তেলাপোকা ভয় পান আর না পান, ঘরের ভেতর তেলাপোকা নিশ্চয়ই শোভনীয় নয়। তাই তেলাপোকা তাড়াতে সাধারণত অনেকে তেলাপোকানাশক স্প্রে কিনে তার প্রয়োগ করে থাকেন। কিন্তু স্প্রে ব্যবহারের সমস্যাটা হচ্ছে, এতে তেলাপোকা মরলেও আমাদের স্বাস্থ্যের ঝুঁকি থাকে। কেননা, খোলা খাবার-দাবারে স্প্রের কেমিক্যাল স্বাস্থ্যের ঝুঁকি সৃষ্টি করে।

সুতরাং ঘরোয়া পদ্ধতিতেই তাড়াতে পারেন ঘরোয়া তেলাপোকাকে। এ ক্ষেত্রে তেলাপোকা তাড়াতে ঘরোয়া উপকরণ হিসেবে প্রয়োজন হবে শসা এবং অ্যালুমিনিয়াম ফয়েল।

শসা কেটে, কয়েক টুকরো শসা অ্যালুমিনিয়াম ফয়েলে রাখুন এবং ঘরের যেখানে যেখানে তেলাপোকা রয়েছে, সেখানে ওই শসার টুকরো অ্যালুমিনিয়াম ফয়েলে রেখে দিন। কয়েক মিনিটের মধ্যে তেলাপোকা আপনার ঘর ছেড়ে পালাবে।

ফয়েল না থাকলে বিকল্প হিসেবে অ্যালুমিনিয়ামের খালি ডিব্বা বা ক্যানে শসার টুকরো রেখেও সুফল পাওয়া যাবে। কেননা অ্যালুমিনিয়াম ফয়েল বা পাত্রে শসার টুকরো রাখলে যে গন্ধ বেরোয়, তা সহ্য করতে পারে না তেলাপোকা।



রাইজিংবিডি/ঢাকা/৬ এপ্রিল ২০১৬/ফিরোজ/ এএন

No comments:

Post a Comment