একজন নারী সহকারী পাইলটের জন্য..
শাহ মতিন টিপু : রাইজিংবিডি ডট কম
Published:07 Apr 2016 11:07:44 AM Thursday || Updated:07 Apr 2016 11:45:44 AM Thursday
এয়ার ইন্ডিয়ার বিমান
বেশ রোমান্টিকই বটে এয়ার ইন্ডিয়ার বিমান কমান্ডার! নির্দিষ্ট এক নারী সহকারী পাইলটের জন্য তিনি যা দেখালেন তা এক অর্থে নজিরবিহীন। তিনি গোঁ ধরে বসেন বিমান উড়তে সহকারী পাইলটকেই পাশে চাই তার। এ নিয়ে টালবাহানার জেরে একপ্রস্থ নাটক চলে, যার জেরে টানা প্রায় আড়াই ঘণ্টা বিমানে অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের।
এয়ার ইন্ডিয়ার এই বিমানটির গন্তব্য ছিল তিরুবনন্তপুরম হয়ে চেন্নাই থেকে মালে। বিমানটি ছাড়ার আগে কমান্ডার রোস্টার বিভাগের কাছে জেদ ধরে বসেন, আজকের নির্ধারিত ফ্লাইটে তার সঙ্গে দিতে হবে ওই বিশেষ নারী পাইলটকে। রোস্টার শাখা তাকে জানিয়ে দেয়, তার আবেদন রাখা সম্ভব হচ্ছে না কেননা ইতিমধ্যেই ওই নারী অফিসারকে দিল্লির একটি ফ্লাইটের জন্য বরাদ্দ করা হয়েছে। কিন্তু তারপরও ওই কমান্ডার রোস্টার সেকশনে ফোন করে হুঁশিয়ারি দেন, ওই বিশেষ নারী অফিসারকে তার সঙ্গে দেওয়া না হলে তিনি নিজেকে অসুস্থ বলে জানিয়ে দেবেন।
তারপরও রোস্টার বিভাগ অবস্থান না বদলানোয় তিনি অসুস্থ ঘোষণা করেন নিজেকে। বিমান চালানোর জন্য একই দাবি করতে থাকেন। আচমকা তার রক্তচাপ বেড়ে গিয়েছে বলেও জানান। চিকিত্সা করা হয়। শেষ পর্যন্ত তার দাবির কাছে মাথা নত করে তার পছন্দের নারী পাইলটকেই দেওয়া হয়। কিন্তু দেরি হয়ে যায় বিমান ছাড়তে। সকাল সাতটার পরিবর্তে বিমান ছাড়ে সওয়া ৯ টায়।
তথ্যসূত্র : পিটিআই
রাইজিংবিডি/ঢাকা/৭ এপ্রিল ২০১৬/টিপু
No comments:
Post a Comment