রাজধানীতে পয়লা বৈশাখে বেড়ানো ও পেটপূজা
আফরিনা ফেরদৌস : রাইজিংবিডি ডট কম
Published:13 Apr 2016 07:43:09 AM Wednesday || Updated:13 Apr 2016 12:12:10 PM Wednesday
ঢাকার ভেতরে আমাদের চারপাশে অনেক বেড়ানোর জায়গা রয়েছে। এবারের বৈশাখের তিন দিনের ছুটিতে ঢাকা প্রায় ফাঁকা হয়ে যাবে। তাই সারাদিন রিকশা নিয়ে ঘুরে ঘুরে দেখতে পারেন আপনার এই চির চেনা শহর যানজট মুক্ত অবস্থায়।
রাজধানীর যে কোনো জায়গা থেকে রিকশা নিয়ে চলে যেতে পারেন লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল। পুরান ঢাকার অলি গলি দিয়ে যেতে খারাপ লাগবে না আপনার। এছাড়া রয়েছে বড় কাটরা, ছোট কাটরা। দেখার জন্য যেতে পারেন মুক্তিযুদ্ধ জাদুঘর, জাতীয় জাদুঘর, স্মৃতিসৌধ বা শহীদ মিনার।
পার্কে যেতে চাইলে রয়েছে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, সিদ্ধেশ্বরী পার্ক, গুলশান এভিনিউ পার্ক, বোটানিক্যাল গার্ডেন। ফটো এক্সিবিশন বা লাইব্রেরিতে যেতে চাইলে যাবেন বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এবং দৃক গ্যালারিতে।
শুধু ঘোরাঘুরি করলে তো চলবে না। খাওয়া দাওয়াও তো করতে হবে। সব সময় ব্যস্ততার কারণে যে রেস্তোরাঁগুলো তালিকার বাইরে থাকে এই বৈশাখে চলে যান সেই সব রেস্তোরাঁয়। যেমন বাংলা বাজারের বিউটি বোর্ডিং। এটির অবস্থান ১নং সিরিস দাস লেন, বাংলাবাজার। এখানে ঢোকার পরে আপনার মনেই হবে না যে আপনি ঢাকায় আছেন। আর বিউটি বোর্ডিংয়ে কাসার থালায় খাবার আপনাকে নিয়ে যাবে এক পুরনো বাংলার ঐতিহ্যে।
এছাড়া পুরান ঢাকায় কিছু ইন্ডিয়ান ধাবা পাবেন। অনেকে ধাবায় খেতে পছন্দ করেন। এই বৈশাখে চলে যেতে পারেন সেখানে। দুপুরের খাবারের জন্য যেতে পারেন পুরান ঢাকার কিছু বিখ্যাত রেস্তোরাঁয়। যেমন আল রাজ্জাক, আফতাব, নান্না বিরিয়ানি, হাজি বিরিয়ানি, রয়াল বিরিয়ানি, ফখরুদ্দিন ইত্যাদি।
আপনি যদি গুলশানের বাসিন্দা হন চিন্তার কিছু নেই। অনেক নামি-দামি রেস্তোরাঁর পাশাপাশি পেয়ে যাবেন গুলশান প্লাজা রেস্তোরাঁ যেখানে আপনি সব ধরনের বাঙালি খাবার পাবেন।
দেশের বাইরের অনেক রেস্তোরাঁ আছে যেগুলোতে আপনি বাঙালি খাবার না পেলেও পাবেন বৈশাখের আমেজ। পহেলা বৈশাখে এই রেস্তোরাঁগুলোর সাজেও বাঙালিয়ানা থাকে। এগুলোর মধ্যে কেএফসি সবচেয়ে এগিয়ে। পাঁচতারা হোটেলগুলোও পিছিয়ে থাকে না এ দিন।
রাইজিংবিডি/ঢাকা/১৩ এপ্রিল ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment