ছাত্র গালি দিলে শিক্ষকের উত্তর কী হওয়া উচিত?
জে রানা : রাইজিংবিডি ডট কম
Published:02 Mar 2016 12:25:02 AM Wednesday || Updated:02 Mar 2016 01:59:08 AM Wednesday

পেট্রিক ডেভিসন নিঃসন্দেহে সৌভাগ্যবানদের একজন। তিনি মাতাল অবস্থায় অকথ্য ভাষায় একটি ই-মেইল পাঠায় তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মার্টিনকে! সেই সঙ্গে তিন মাতাল নারীর ছবি। মার্টিন রেগে যাওয়ার বদলে খুব চমৎকার করে উত্তর দিয়েছে তার এই বেয়াড়া ছাত্রকে! মার্টিন ভদ্রলোক। তাই কিছু বলেননি কিন্তু আপনারা এমনটি করতে যাবেন না যেন! বিপদে পড়ে যাবেন।
‘মি. মার্টিন!
আমি খুবই দুঃখের সঙ্গে জানাচ্ছি, তুমি একটা টাকলু মাদা***ং বলদ! হা হা হা! তুমি যদি চাও আমি তোমাকে একটা আবেদনময়ী মেয়ের কাছে পাঠিয়ে দিতে পারি যে তোমার মাথার চুল লাগিয়ে তোমাকে হট লুক দিয়ে দেবে!
আমার একটা ছোট্র জিনিস তোমার কাছে জানার ছিল। তুমি কি তোমার ফালতু ক্লাস পেপার জমা নেওয়াটা একটু পেছাতে পার না? আমার ওই বিষয়ে ***মাথাও জানা নেই আর আমি আগামীকাল কুত্তার মতো অসুস্থ থাকব!
চুত***! বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে পেপারটা করা হয়নি শেষমেশ!
লাভ ইউ। আর সোমবার তোমার সঙ্গে দেখা হচ্ছে।
গুড ফা*** ইয়ার্ড!
পেট্রিক ডেভিসন।’
রাত ১০টা ১৮ মিনিটে এই ই-মেইল পেয়ে শিক্ষক পেট্রিক ডেভিসন ১০টা ২৫ মিনিটে জবাব দিচ্ছেন-
‘পেট্রিক,
মনে হচ্ছে তুমি একটা দুর্দান্ত রাত কাটাচ্ছো! আমি তোমার পেপার জমা দেওয়ার তারিখ সোমবারের পরিবর্তে বুধবার রাত ১১.৫৯টা পর্যন্ত করে দিলাম! এর মধ্যেই তুমি ওটা জমা দিয়ে দিও।
আর আমার মাথার টাক নিয়ে তোমার দুশ্চিন্তা সত্যিই প্রশংসার দাবি রাখে! কিন্তু কী করব, আমার স্ত্রী এটা পছন্দ করে আর তা ছাড়া হেয়ার ট্রান্সপ্লাটেশন করার মতো যথেষ্ট টাকাও আমার নেই!
কৌতুহলবশত জানতে চাচ্ছি- গতরাতে তুমি কী পান করেছিলে? এর পরের বার যখন তুমি আমাকে ই-মেইল করবে, তার সঙ্গে যা-ই তুমি পান করে থাকো না কেন, এক বোতল পাঠাবে। যাতে তুমি আমাকে কী বলেছো তা যেন আমার মনে না থাকে!
গুড ইয়ার্ড
মি.পেট্রিক।’
হ্যাঁ, কোনো শিক্ষার্থী উচ্ছৃঙ্খল হয়ে যেতে পারে। কিন্তু তাকে সামলানোর দায়িত্ব শিক্ষকের ওপর পড়ে। শিক্ষার্থীরা পড়াশোনায় চাপ বোধ করতে পারে। তাই বলে তাদের দূরে ঠেলে দেওয়া ঠিক নয়। হয়তো এমনই শিক্ষাই নিতে পারি এই শিক্ষক ও ছাত্রের ই-মেইল চালাচালি থেকে। আর পশ্চিমা শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থী ও শিক্ষকের সম্পর্ক অনেক খোলামেলা। এই চর্চা বাংলাদেশে নেই। আমাদের সংস্কৃতির সঙ্গেও হয়তো তা যায় না। তবে বখাটে ছাত্রের মাথা ঠান্ডা করতে যে কৌশল নিয়েছেন শিক্ষক, তা কিন্তু দারুণ।
রাইজিংবিডি/ঢাকা/২ মার্চ ২০১৬/রাসেল পারভেজ
No comments:
Post a Comment