সূর্যগ্রহণ দেখতে পারেননি? (ভিডিও)
মনিরুল হক ফিরোজ : রাইজিংবিডি ডট কম
Published:10 Mar 2016 05:50:30 PM Thursday || Updated:10 Mar 2016 05:59:47 PM Thursday

আপনি যদি পূর্ণ সূর্যগ্রহণ দেখাটা মিস করে থাকেন, তাহলে সুখবর হচ্ছে, মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পূর্ণ সূর্যগ্রহণের ভিডিও ধারণ করে প্রকাশ করেছে।
৪ মিনিটের এই ভিডিওটিতে সূর্যগ্রহণের মনোরম দৃশ্য রেকর্ড করা হয়েছে। পৃথিবী আর সূর্যের মাঝখনে চাঁদের অবস্থানের ফলে চাঁদের ছায়া পড়ে পৃথিবী অন্ধকারচ্ছন্ন হয়ে যাওয়াই সূর্যগ্রহণ।
নাসার প্রকাশিত ভিডিও ফুটেজে জুম-ইন ও জুম-আউট ফিচার যোগ করায়, এটি দেখার সময় পরাবাস্তব অনূভূতি দেবে। সঙ্গে সাউন্ডট্র্যাক যোগ করায় সায়েন্স ফিকশন সিনেমার আমেজ দেবে।
নাসার প্রকাশিত পূর্ণ সূর্যগ্রহণের ভিডিওটি ভালোভাবে উপভোগ করতে ফুল স্ক্রিনে এটি দেখুন এবং তা অন্ধকার রুমে।
নাসার তথ্যানুসারে, পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণ ২০১৭ সালে হতে পারে এবং তা খুব ভালোভাবে দেখা যাবে যুক্তরাষ্ট্র, উত্তর প্রশান্ত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক অঞ্চল সমূহে।
http://www.risingbd.com/%E0%A6%B8%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%A3-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93/151189
রাইজিংবিডি/ঢাকা/১০ মার্চ ২০১৬/ফিরোজ
No comments:
Post a Comment