ক্যামেলিয়া জাপানিকা ভাগ্য প্রতীক
পারভিন শেলী : রাইজিংবিডি ডট কম
Published:26 Mar 2016 04:10:14 PM Saturday || Updated:26 Mar 2016 04:33:07 PM Saturday

ক্যামেলিয়া জাপানিকা ক্যামেলিয়া প্রজাতির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফুল। একে বসন্তের গোলাপ ও বলা হয় Theaceae পরিবারের এই ফুলটি দক্ষিণ-পূর্ব অ্যামেরিকার আলবামা স্টেটের জাতীয় ফুল। এই ফুলের প্রায় ২০০০ প্রকারের প্রজাতি তৈরি করা হয়েছে রং ও ফুলের গঠন বৈচিত্র্য এনে।
আদ্র ছায়াযুক্ত স্থানে জাপানিজ ক্যামেলিয়া ভাল হয়। জাপানিজ ক্যামেলিয়া গাছ প্রায় ১ দশমিক ৫ মিটার থেকে ৬ মিটার অব্দি বৃদ্ধি পায়। গাছ বেশ ঝোপালো ও শক্ত।
ক্যামেলিয়ার আদি নিবাস এশিয়া। হিমালয়ে প্রাকৃতিক ও বন্যভাবে এর অনেক প্রজাতি দেখা যায়। আদিতে c japonica চায়না, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ জাপানে প্রায় ৯৮০-৩,৬১০ ফিট উচ্চতায় ফরেস্টে জন্মাত।
১৭৯৭-এ এই গাছ প্রথমবারের মতো আমেরিকায় নিয়ে যাওয়া হয় এবং নিউ ইংল্যান্ড গ্রীন হাউজে গাছ প্রডিউস করা হয়। বিগত ২০০ বছরে এই গাছ আমেরিকাসহ ইউরোপেও তার স্থান করে নিয়েছে। ক্যামেলিয়া গোত্রের আরেক প্রজাতি ক্যামেলিয়া সিনেনসিস এর কঁচি পাতা থেকে প্রস্তুত করা হয় চা, একে চা পাতাও বলা হয়। একইসঙ্গে জাপানিজ ক্যামেলিয়ার কঁচি পাতা থেকে তৈরি সবুজ চা ও খুবই উপাদেয়।
সম্প্রতি জানা গেছে, জাপানিজ ক্যামেলিয়া পাতা থেকে টোবাকো তৈরি করা সম্ভব। আর ক্যামেলিয়া সিনেনসিসের পাতার মতই জারণ করে C. japonica পাতা থেকে একই রঙ ও অ্যারোমাযুক্ত চা পাওয়া যাবে।
লেখিকা : প্রবাসী উদ্ভিদবিদ
রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৬/হাসনাত/সাইফ
No comments:
Post a Comment