দেশের অগ্রযাত্রায় সবাইকে অবদান রাখার আহ্বান
ইভা : রাইজিংবিডি ডট কম
Published:26 Mar 2016 09:02:59 AM Saturday || Updated:26 Mar 2016 02:09:20 PM Saturday

শনিবার সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বিজয়ী জাতি, তাই কোনো দিক থেকে পিছিয়ে থাকব না। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার আগে শোষকরা আমাদের শুধু শোষণ করেছে। তখন সাধারণ মানুষ দুবেলা খাবার পেত না, চিকিৎসা পেত না। চরম দুদর্শায় পড়ে সমগ্র জাতি। শোষকরা আমাদের সম্পদ লুট করেছে। তারা আমাদের মুখের ভাষা পর্যন্ত কেড়ে নিতে চেয়েছে। আজ আমরা স্বাধীন দেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধের জন্য সংগ্রাম করেছেন। তার ৭ মার্চের ভাষণের মধ্য দিয়ে জাতি গেরিলা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করে।’
তিনি বলেন, ‘২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী দেশের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন। এজন্য তাকে গ্রেফতার করা হয়।’
শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমাদের মনে রাখতে হবে, আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। বিশ্বের দরবারে দেশকে আরো উচ্চ আসনে নিয়ে যেতে হবে। সেইভাবে নিজেদের প্রস্তুত করতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে।’
তিনি বলেন, ‘স্বাধীনতার ৪৫ বছর আজ। আজকের এই দিনে আমি শ্রদ্ধা জানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, শ্রদ্ধা জানায় জাতীয় চার নেতার প্রতি, শ্রদ্ধা জানায় ৩০ লাখ শহীদদের প্রতি, শ্রদ্ধা জানায় ২ লাখ মা-বোনকে, যাদের অবদানে দেশ স্বাধীনতা অর্জন করেছে।’
তিনি বলেন, ‘আর যেন কেউ আমাদের অবহেলা করতে না পারে। আমরা বিশ্বে মাথা উঁচু করে চলব। সবাইকে নিজ নিজ জায়গা থেকে অবদান রেখে দেশের অগ্রযাত্রায় অবদান রাখার আহ্বান জানাচ্ছি।’
রাইজিংবিডি/ঢাকা/২৬ মার্চ ২০১৬/ইভা
No comments:
Post a Comment