তুড়ে অক্টোপাস!!
রাসনা মিথি : রাইজিংবিডি ডট কম
Published:06 Mar 2016 12:01:56 AM Sunday || Updated:06 Mar 2016 12:38:24 PM Sunday

অক্টোপাস
প্রশান্ত মহাসাগরের নেকার দ্বীপের কাছে সমুদ্রের প্রায় আড়াই কিলোমিটার গভীরে দেখা মিলল এ ভুতুড়ে অক্টোপাসের। বাকি আর দশটা অক্টোপাসের থেকে একটু আলাদা এটি। সবই ঠিক আছে শুধু গায়ের রংটা ভিন্ন। দেখে মনে হয় এর গায়ে আছে সিনথেটিকের চামড়া। যার ভেতর থেকে ঠিকরে বেরিয়ে আসছে রেডিয়াম বা ফসফরাসের মতো আলো।
গত ২৭ ফেব্রুয়ারি এ অক্টোপাসটির খোঁজ মেলে। সাধারণত অক্টোপাসরা পানির এতটা গভীরে থাকে না। তাই এ নিয়ে চলবে ব্যাপক গবেষণা। তা চলতে থাকুক। আমরাও অপেক্ষায় আছি আরো না জানা অনেক তথ্যের। আপাতত ভুতুড়ে অক্টোপাসের শুধু নামটা দিয়েছেন বিজ্ঞানীরা। ক্যাসপার! ভুতুড়ে নামে নয়, ক্যাসপার নামে ডাকা হবে অক্টোপাসটিকে।
তথ্যসূত্র: জি নিউজ
রাইজিংবিডি/ঢাকা/৬ মার্চ ২০১৬/মিথি/এএন
No comments:
Post a Comment