Sunday, 13 March 2016

Cricket World Cup Time Table For Bangladesh

সুপার টেনে বাংলাদেশের ম্যাচের সময়সূচি

আমিনুল : রাইজিংবিডি ডট কম
Published:14 Mar 2016   10:49:40 AM   Monday   ||   Updated:14 Mar 2016   11:04:51 AM   Monday
বাংলাদেশের খেলোয়াড়রা

বাংলাদেশের খেলোয়াড়রা

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের বাধা নির্বিঘ্নেই পেরিয়েছে বাংলাদেশ।

বেরসিক বৃষ্টি ছাড়া আর কেউ-ই বাংলাদেশের জয়ের পথে খুব একটা বাধা সৃষ্টি করতে পারেনি। রোববার বাছাইপর্বের শেষ ম্যাচে ওমানকে ৫৪ রানে হারিয়ে সুপার টেনে উঠেছে।

সুপার টেনে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে। ১৬ থেকে ২৬ মার্চ পর্যন্ত সুপার টেনের চারটি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। কলকাতা ও বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ম্যাচ চারটি। বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটা ও রাত আটটায় হবে ম্যাচগুলো।

চলুন জেনে নিই সুপার টেনে বাংলাদেশের ম্যাচের সময়সূচি।

তারিখ              মুখোমুখি                           সময়                 ভেন্যু
১৬ মার্চ        বাংলাদেশ-পাকিস্তান           বিকেল ৩.৩০টা        কলকাতা
২১ মার্চ        বাংলাদেশ-অস্ট্রেলিয়া         রাত ৮টা                 বেঙ্গালুরু
২৩ মার্চ        বাংলাদেশ-ভারত              রাত ৮টা                 বেঙ্গালুরু
২৬ মার্চ        বাংলাদেশ-নিউজিল্যান্ড      বিকেল ৩.৩০টা        কলকাতা।



রাইজিংবিডি/ঢাকা/১৪ মার্চ ২০১৬/আমিনুল/ এএন

No comments:

Post a Comment